#নয়াদিল্লি: যে চিকিত্সকরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্তদের চিকিত্সা করছেন, তাঁদেরই চরম হেনস্থা করার নানা ঘটনার খবর আসছে দেশের বিভিন্ন অংশ থেকে৷ কোথাও ডাক্তারদের আবাসনে ঢুকতে দেওয়া হচ্ছে না৷ কোথাও আবার বাড়িওয়ালা বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দিচ্ছে৷ এ হেন পরিস্থিতিতে ডাক্তারদের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
#WATCH Live - Prime Minister Modi’s interaction with citizens of Varanasi (via video conferencing). This is PM’s first public engagement after the announcement of a countrywide lockdown. https://t.co/ZfBipa7l7G
— ANI (@ANI) March 25, 2020
বুধবার প্রধানমন্ত্রী জানালেন, ডাক্তার, বিমানকর্মী-সহ জরুরি পরিষেবায় যুক্ত মানুষদের কিছু মানুষ খুবই হেনস্থা করছে৷ তা জেনে তিনি অত্যন্ত ব্যথিত৷ মোদি বলেন, 'সাদা পোশাক পরে হাসপাতালে যে মানুষগুলি স্বাস্থ্য পরিষেবা দিয়ে যাচ্ছেন, তাঁরা এখন আমাদের কাছে ঈশ্বরের মতো৷ ওঁরাই আমাদের করোনা থেকে বাঁচাচ্ছেন৷ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের বাঁচাচ্ছেন৷'
একই সঙ্গে তিনি ফের জানান, করোনা ভাইরাস ধনী, গরিব দেখবে না৷ তাই সকলে বাড়িতে থাকুন৷ সামাজিক দূরত্ব বজায় রাখুন৷ ভিডিও কনফারেন্সে তাঁর লোকসভা কেন্দ্র বারাণসীর মানুষদের একটি বার্তায় মোদি বলেন, 'মহাভারতের যুদ্ধ ১৮ দিনে জিতেছিলেন পাণ্ডবরা৷ করোনা ভাইরাসের যুদ্ধে জিততে ২১ দিন সময় লাগবে৷'
মঙ্গলবার ২১ দিনের জন্য গোটা দেশ লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।