#দিল্লি: রাজধানী দিল্লিতে উদ্বেগজনক ভাবে বাড়ছে করোনা সংক্রমণ৷ তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকারও৷ এই পরিস্থিতির মধ্যে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন দাবি করলেন, দেশের প্রধান শহরগুলির মধ্যে দিল্লিতেই করোনায় মৃত্যুর হার সবথেকে কম৷
মুম্বই, আহমেদাবাদ সহ দেশের বড় শহরগুলির একটি তালিকা ট্যুইট করেছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী৷ সেই তালিকায় পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়ার মতো শহরও রয়েছে৷ সেই তালিকা অনুযায়ী দিল্লিতে মৃত্যুর হার ১.৬৷ তালিকা অনুযায়ী সর্বাধিক মৃত্যু হার আমেদাবাদে (৪.২)৷ তার পরেই রয়েছে মুম্বই (৪.০)৷
Delhi has least fatality ratio amongst all major cities in India. Rapid addition of ICU beds and other medical facilities have helped us achieve this. We are doing our best to save each and every life. pic.twitter.com/ZVK8QZPHlu
— Satyendar Jain (@SatyendarJain) November 24, 2020
ট্যুইটারে সত্যেন্দ্র জৈন আরও লিখেছেন, 'দেশের প্রধান শহরগুলির মধ্যে আক্রান্তের নিরিখে মৃত্যুর হার দিল্লিতেই সবথেকে কম৷ প্রচুর সংখ্যক আইসিইউ বেড যুক্ত করায় এবং অন্যান্য চিকিৎসা ব্যবস্থার সাহায্যে আমরা এই সাফল্য পেয়েছি৷ প্রতিটি জীবন বাঁচাতে আমরা সেরা চেষ্টাই করছি৷'
দিল্লিতে প্রতিদিনই উদ্বেগজনক ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর আরও অভিযোগ, প্রতিবেশী রাজ্যগুলিতে কৃষি জমিতে আগুন ধরানোর কারণে দিল্লিতে দূষণের মাত্রা বাড়ছে৷ আর সেই কারণেই দিল্লিতে করোনা সংক্রমণও বেড়ে যাচ্ছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।