হোম /খবর /দেশ /
দিল্লিতেই করোনায় মৃত্যুর হার সবথেকে কম, দাবি কেজরীওয়ালের স্বাস্থ্যমন্ত্রীর

দিল্লিতেই করোনায় মৃত্যুর হার সবথেকে কম, দাবি কেজরীওয়ালের স্বাস্থ্যমন্ত্রীর

প্রতীকী ছবি৷

প্রতীকী ছবি৷

মুম্বই, আহমেদাবাদ সহ দেশের বড় শহরগুলির একটি তালিকা ট্যুইট করেছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী৷

  • Last Updated :
  • Share this:

#দিল্লি: রাজধানী দিল্লিতে উদ্বেগজনক ভাবে বাড়ছে করোনা সংক্রমণ৷ তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকারও৷ এই পরিস্থিতির মধ্যে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন দাবি করলেন, দেশের প্রধান শহরগুলির মধ্যে দিল্লিতেই করোনায় মৃত্যুর হার সবথেকে কম৷

মুম্বই, আহমেদাবাদ সহ দেশের বড় শহরগুলির একটি তালিকা ট্যুইট করেছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী৷ সেই তালিকায় পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়ার মতো শহরও রয়েছে৷ সেই তালিকা অনুযায়ী দিল্লিতে মৃত্যুর হার ১.৬৷ তালিকা অনুযায়ী সর্বাধিক মৃত্যু হার আমেদাবাদে (৪.২)৷ তার পরেই রয়েছে মুম্বই (৪.০)৷

ট্যুইটারে সত্যেন্দ্র জৈন আরও লিখেছেন, 'দেশের প্রধান শহরগুলির মধ্যে আক্রান্তের নিরিখে মৃত্যুর হার দিল্লিতেই সবথেকে কম৷ প্রচুর সংখ্যক আইসিইউ বেড যুক্ত করায় এবং অন্যান্য চিকিৎসা ব্যবস্থার সাহায্যে আমরা এই সাফল্য পেয়েছি৷ প্রতিটি জীবন বাঁচাতে আমরা সেরা চেষ্টাই করছি৷'

দিল্লিতে প্রতিদিনই উদ্বেগজনক ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর আরও অভিযোগ, প্রতিবেশী রাজ্যগুলিতে কৃষি জমিতে আগুন ধরানোর কারণে দিল্লিতে দূষণের মাত্রা বাড়ছে৷ আর সেই কারণেই দিল্লিতে করোনা সংক্রমণও বেড়ে যাচ্ছে৷

Published by:Debamoy Ghosh
First published: