Home /News /coronavirus-latest-news /
করোনার দিনে ঘুম কাড়ছে হান্টা ভাইরাস, ভাইরাসটি কতটা মারাত্মক জানুন

করোনার দিনে ঘুম কাড়ছে হান্টা ভাইরাস, ভাইরাসটি কতটা মারাত্মক জানুন

হান্টা সম্পর্কে অযথা উদ্বিগ্ন হতে না করছেন বিশেষজ্ঞরা

হান্টা সম্পর্কে অযথা উদ্বিগ্ন হতে না করছেন বিশেষজ্ঞরা

ভয়ের কথা হল, করোনার মতোই হান্টারও কোনও নিশ্চিত চিকিৎসা পদ্ধতি নেই।তবে চিকিৎসকরা বলছেন, বাড়িঘর পরিষ্কার রাখলে, বাড়িতে ইঁদুর ঢোকা বন্ধ করতে পারলে আপাতত হান্টা নিয়ে মাথা ঘামানোর কোনও কারণ নেই।

 • Share this:

  কয়েক কোটি মানুষের ঘুম কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। করোনা মোকাবিলায় সারা বিশ্ব থরহরিকম্পমান। এর মধ্যেই নতুন করে ভয় তৈরি করছে এক নতুন ভাইরাসের ছড়িয়ে পড়ার খবর। ভাইরাসের নাম হান্টা। এরও উৎস সেই চিন। মঙ্গলবার সারাদিন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়িয়েছে চিনে হান্টাভাইরাসের হানায় এক ব্যক্তির মৃত্যু সংবাদও। কিন্তু করোনা আতঙ্কের দিনে হান্টা নিয়ে কোনও ভাবেই আতঙ্কিত হতে বারণ করছেন বিশেষজ্ঞরা। কারণ হান্টা করোনাভাইরাসের মতো অচেনা ভাইরাস নয়।

  হান্টার উৎপত্তি কোরিয়ার হান্টান নদীর থেকে। ১৯৮১ সালে ভাইরাসটির জিনটি প্রথম চিহ্নিত হয়। বিজ্ঞানীরা দেখান, হান্টা র সংক্রমণ হান্টাভাইরাস পালমোনারি সিনড্রোম ছড়াতে পারে ইঁদুর থেকে। হান্টাভাইরাস বাতাসেও ভাসতে পারে আবার ইঁদুরের মলমূত্র, কোনও খাবারে ভাইরাসের বাহক ইঁদুরটি থাকলেও হতে পারে।

  মার্কিন প্রদেশ বহুবার হান্টা হানা দিয়েছে। ২০১২ সালে ক্যালিফোর্নিয়ায় দশজন হান্টায় আক্রান্ত হন। কিন্তু করোনার মতো মারাত্মক আকার কখনও হান্টা নেয়নি।

  ভয়ের কথা হল, করোনার মতোই হান্টারও কোনও নিশ্চিত চিকিৎসা পদ্ধতি নেই।তবে চিকিৎসকরা বলছেন, বাড়িঘর পরিষ্কার রাখলে, বাড়িতে ইঁদুর ঢোকা বন্ধ করতে পারলে আপাতত হান্টা নিয়ে মাথা ঘামানোর কোনও কারণ নেই।

  Published by:Arka Deb
  First published:

  Tags: Coronavirus, HantaVirus

  পরবর্তী খবর