• Home
 • »
 • News
 • »
 • coronavirus-latest-news
 • »
 • এই অতিমারীর সময় ফাঁসির সাজা ঠিক নয়! নির্ভয়ার ধর্ষকদের নতুন চাল...

এই অতিমারীর সময় ফাঁসির সাজা ঠিক নয়! নির্ভয়ার ধর্ষকদের নতুন চাল...

কখনও রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আর্জি বা কখনও দিল্লি লেফট্যান্ট জেনারেলের কাছে আর্জি জানিয়ে ক্রমশই ফাঁসি দিন পিছিয়ে যাচ্ছে৷

কখনও রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আর্জি বা কখনও দিল্লি লেফট্যান্ট জেনারেলের কাছে আর্জি জানিয়ে ক্রমশই ফাঁসি দিন পিছিয়ে যাচ্ছে৷

কখনও রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আর্জি বা কখনও দিল্লি লেফট্যান্ট জেনারেলের কাছে আর্জি জানিয়ে ক্রমশই ফাঁসি দিন পিছিয়ে যাচ্ছে৷

 • Share this:

  #নয়াদিল্লি: বারবার ফাঁসির দিন ঘোষনা করেও তা পিছিয়ে যাচ্ছে৷ কোনও না কোনও উপায় সাজা এড়িয়ে যাচ্ছে নির্ভয়ার ধর্ষকরা৷ আইনের নানাবিধ জটিলতার মধ্যে দিয়েই মক্কেলদের ফাঁসি ঠেকিয়ে রাখছেন আইনজীবী এ পি সিং৷ এই নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ৷ কখনও রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আর্জি বা কখনও দিল্লি লেফট্যান্ট জেনারেলের কাছে আর্জি জানিয়ে ক্রমশই ফাঁসি দিন পিছিয়ে যাচ্ছে৷ এরই মধ্যে বলা হচ্ছে যে এই অতিমারীর সময় তাদের এই ফাঁসির সাজা ভাল হবে না! বিশ্বজুড়ে যে করোনা ভাইরাসের প্রকোপ পড়েছে, যাকে অতিমারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ এবার সেই করোনা ভাইরাসকে হাতিয়ার করতে চাইছে নির্ভয়ার ধর্ষকরা!এই মর্মে দিল্লির পাতিয়ালা কোর্টে একটি পিটিশনও দাখিল করেছে তারা৷ যাতে বলা হয়েছে যে এই অতিমারীর সময় ফাঁসির সাজা সঠিক হবেন না৷

  সব কিছু ঠিক থাকলে শুক্রবার ভোর সাড়ে ৫টায় ফাঁসি হতে চলেছে নির্ভয়ার ধর্ষকদের৷ ইতিমধ্যেই তিহার জেলে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ ফাঁসুড়ে পবন জল্লাদ এক প্রস্থ অনুশীলন করেছেন৷ কারণ এই প্রথম একই সাজায় একসঙ্গে ৪ জনের ফাঁসি হবে৷

  নির্ভয়ার ঘটনায় মোট ৬ জন দোষী ছিল৷ তার মধ্যে ১ জন ছিল নাবালক৷ যে ইতিমধ্যেই নিজের সাজা কাটিয়ে মুক্তি পেয়েছে৷ অন্যজন রাম সিং জেলেই আত্মহত্যা করেছে৷

  Published by:Pooja Basu
  First published: