#নয়া দিল্লি: ভারত সরকার হোয়াটসঅ্যাপে নতুন চ্যাটবট তৈরি করলো। মানুষকে করোনা সর্তকতা ও সাহায্যের জন্য। চ্যাটবটটির নাম রাখা হয়েছে "মাইগভ করোনা হেল্পডেস্ক"('MyGov Corona Helpdesk')। এই হোয়াটসঅ্যাপ চ্যাটবট থেকে আপনি করোনা ভাইরাস সর্ম্পকিত যাবতীয় তথ্য পেয়ে যাবেন এক মুহূর্তে। করোনা ভাইরাস সম্পর্কিত আপনার যেকোনও প্রশ্নের উত্তর দেবে এই হোয়াটসঅ্যাপ চ্যাটবোট। এই নতুন চ্যাটবটটি তৈরি করলো জিও হ্যাপটিক টেকনোলজিস লিমিটেড ( Jio Haptik Technologies Limited) । এই জিও হ্যাপটিক টেকনোলজিস এআই প্ল্যাটফর্মটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেডের (Reliance Industries Limited) অধীনে।
কিভাবে এই চ্যাটবটটি ব্যবহার করবেন ? খুব সহজেই করা যাবে। এই চ্যাটবটটির অ্যাক্সেস পেতে হলে প্রথমে +৯১ ৯০১৩১৫১৫১৫ নম্বরে আপনাকে একটা হোয়াটসঅ্যাপ পাঠাতে হবে। সঠিক সময়ে সঠিক তথ্য পাওয়ার জন্যই এটি তৈরি করা হয়েছে। করোনা ভাইরাস নিয়ে যাতে কোনও গুজব না ছড়ায় সেদিকে নজর রাখা হয়েছে। এই চ্যাটবটটি জিও তৈরি করেছে বিনামূল্যে সকলকে সুবিধা দেওয়ার জন্য। এখান থেকে সমস্ত করোনা সর্ম্পকিত নতুন পুরনো খবর পাওয়া যাবে। এখানে যে আপডেটগুলো থাকবে সেগুলো NeGD এবং MyGov-এর নজরদারিতে থাকবে। এখানকার সঠিক তথ্যগুলোর মাধ্যমে গুজব এড়ানো যাবে। করোনা সম্পর্কিত সমস্ত তথ্য স্বাস্থমন্ত্রক দ্বারা যাচাই করা থাকবে। যার থেকে সবাই প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। করোনা থেকে বাঁচতে আপনি কি করবেন, কি করবেন না, কি কি উপসর্গ থাকলে বুঝবেন আপনার করোনা আছে কিনা ! এবং কোন নম্বরে ফোন করলে আপনি সাহায্য পাবেন সবই এখান থেকে জানতে পারবেন। করোনা সর্ম্পকিত তথ্য সম্মিলিত ভিডিও ও থাকবে। বর্তমান কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে রিল্যায়েন্সের এই নতুন পদক্ষেপ সত্যিই খুব প্রশংসনীয়।