#বেঙ্গালুরু: এখনও দ্বিতীয় দফার আর্থিক প্যাকেজ ঘোষণা করেনি কেন্দ্র। বিভিন্ন মহলে জল্পনা, কৃষিক্ষেত্র এবং ক্ষুদ্র ও মাঝারি ক্ষেত্রকে পুনরুজ্জীবীত করতে কোমর বেঁধে নামছে কেন্দ্র। দিন কয়েক আগে আইএএস অফিসার তরুণ বাজাজ ও এ কে শর্মাকে প্রধানমন্ত্রীর দফতরের পরিবর্তে দু'টি গুরুত্বপূর্ণ আর্থিক পদে নিয়োগও করা হয়। কেন্দ্র সেই নতুন প্যাকেজ ঘোষণা করার আগেই আগেই রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে এবার কৃষকদের জন্য ত্রাণ ঘোষণা করল কর্ণাটক সরকার।
কর্ণাটক সরকার ত্রাণবাবদ অর্থ পৌঁছে দেবে যাঁরা নিজেদের উৎপাদিত পণ্য পরিবহণ বা অন্য কারণে বাজারজাত করতে পারেননি তাঁদের হাতে। অগ্রাধিকার দেওয়া হবে ধোপা, নাপিত সম্প্রদায়ভুক্তদেরও। এঁদের হাতে সরাসরি টাকা দেওয়ার কথা ভাবছে কর্ণাটক সরকার। অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এককালীন ৫ হাজার টাকা।
লকডাউনের জেরে বিরাটক্ষতির মুখোমুখি হয়েছে গণপরিবণ পরিষেবাও। সেক্ষেত্রে বাস-ট্যাক্সি চালকদের হাতেও সরাসরি টাকা দেওয়ার কথা ভাবছে ওই রাজ্যের সরকার।
একই সঙ্গে সাধারণ বৈদ্যুতিন বিলেও ছাড় দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। ঋণের ক্ষেত্রে বেশ কিছু সুবিধে পাবেন ক্ষুদ্র ও মাঝারি ও গোষ্ঠীর সঙ্গে যুক্তরা।