#নয়াদিল্লি: কোভিড ১৯ এর ভ্যাকসিন সম্পর্কে মানুষের এখনও অনেক রকমের প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলির উত্তর দিতে এবার সরকার একটি হোয়াটসঅ্যাপ চ্যাটবট লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে। ভ্যাকসিন সম্পর্কে কারও কোনও জিজ্ঞাসাবাদ থাকলে তাকে 9013151515 -এই নম্বরে “say vaccine” লিখে পাঠাতে হবে।
এই প্রজেক্ট একদম প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করেছে এবং সবচেয়ে বেশি জিজ্ঞাস্য প্রশ্নের উত্তর দিতে শুরু করেছে। চ্যাটবটটি সম্পূর্ণ ভাবে প্রস্তুত হয়ে যাওয়ার পরে লঞ্চ করবে বলে জানা যাচ্ছে। কোথায় ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কত ডোজ দেওয়া হচ্ছে ইত্যাদি তথ্য এই চ্যাটবটের মাধ্যমে মানুষ জানতে পারবে।
এক আধিকারিক জানিয়েছেন, এই সফটওয়্য়ারটির অ্য়ালগোরিদম সম্পর্কিত কাজ শেষ। ভ্যাকসিন সম্পর্কিত কী কী এবং মোট কতগুলি সম্ভাব্য প্রশ্ন আসতে পারে, সেই বিষয়টি এখন খতিয়ে দেখা হচ্ছে।
রবিবার দ্য ড্রাগস কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া ঘোষণা করেছে যে তারা ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড-এর কোভ্যাকসিন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন, যেটি ভারতের সেরাম ইনস্টিটিউটে প্রস্তুত হচ্ছে, সেগুলিকে অনুমোদন করেছে।
প্রসঙ্গত, এই আসন্ন সফটওয়্যার বা হোয়াটসঅ্যাপ চ্যাটবক্স থেকে ভ্যাকসিন সম্পর্কিত বহু প্রশ্ন করা যাবে। যেমন কে আগে ভ্যাকসিন নিতে পারবেন, যাঁরা কোভিড ১৯ থেকে সেরে উঠেছেন তাঁরা ভ্যাকসিন নিতে পারবেন কিনা। এছাড়া চ্যাটবক্স লঞ্চ হয়ে গেলে এটি Co-WIN অ্যাপের সঙ্গে লিংক করা হবে যার মাধ্যমে ভ্যাকসিন সম্পর্কিত রিয়েল টাইম ডেটা পাওয়া যাবে।