#কলকাতা: দেশজুড়ে পঞ্চম দফার লকডাউন চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। মূলত কনটেইনমেন্ট জোনগুলিতেই লকডাউন চালিয়ে নিয়ে যেতে চাইছে কেন্দ্র। কেন্দ্রের নির্দেশিকা সামনে আসতেই, লকডাউন গাইডলাইন জারি করল রাজ্যও। এই নির্দেশিকা বলবৎ থাকবে আগামী দু'সপ্তাহ। তারপর পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজ্যে আজও করোনায় আক্রান্ত হয়েছেন ৩১৭ জন। এই পরিস্থিতিতে আর্থিক কর্মকাণ্ড সচল করা ও গণপরিষেবাগুলিকে চালু করাই রাজ্যের চ্যালেঞ্জ।
শুক্রবারেই নবান্নের সাংবাদিক বৈঠকে এই গাইডলাইনের প্রাথমিক রূপরেখা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের লকডাউন গাইডলাইন দেখুন-
১ জুন থেকে সব চা বাগানগুলি খুলে দেওয়া হবে।
১ জুন থেকে চটকলগুলিও কাজ শুরু করতে পারবে এই দফায়।
ক্ষুদ্র ও মাঝাারি শিল্পোদ্যোগগুলিতে এবং খনিগুলিতে কাজকর্ম শুরু করা যাবে।
নির্মাণকর্মীরা কাজে যোগ দিতে পারবেন।
সরকারি ও বেসরকারি বাসে ঠিক যত আসন ততজনই চড়তে পারবেন।
স্থানীয় পুলিশের পরামর্শ নিয়ে খোল যাবে ধর্মীয়স্থান তবে ১০ জনের বেশি প্রবেশের অনুমতি নেই।
Government of West Bengal has decided to extend the lockdown for another two weeks i.e. up to 15th June with further relaxations with conditions: Government of West Bengal pic.twitter.com/EHkezXGDbL
— ANI (@ANI) May 30, 2020
রাজ্যে এবার শুটিংয়েও ছাড় দেওয়া হচ্ছে। ১ জুন থেকে চালু হবে শুটিং। রিয়েলিটি শো ছাড়া সবরকম শুটিংয়ে ছাড়। সিনেমা,সিরিয়াল,ওয়েব সিরিজের শুটিংয়ে ছাড় দিচ্ছে রাজ্য। তবে নির্দেশিকা অনুযায়ী একটি ইউনিটে ৩৫ জনের বেশি লোক নেওয়া চলবে না। সুরক্ষা বিধি মেনেই শুটিং করতে হবে।
৮ জুন থেকে দৈনিক ৭০ শতাংশ শক্তি নিয়ে কাজ শুরু হবে সরকারি ক্ষেত্রে।
রেস্তোরাঁ এবং শপিংমলগুলি কাজ শুরু করতে পারে ৮ জুন থেকেই।
নতুন গাইডলাইনে বেসরকারি সংস্থাগুলিকে অনুরোধ হয়েছে সুরক্ষাবিধি মেনে কাজ করতে। কোনও ব্যক্তি, সংস্থা লকডাউনের সামাজিক সুরক্ষা বিধি ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ঘোষণা হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রের লকডাউন নির্দেশিকায় নতুন দফাতে রাজ্যগুলিকে ছাড় দেওয়া হচ্ছে লকডাইন তোলার নীতি নির্ধারণের জন্য। গাইডলাইনে বলা হয়েছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কন্টেইনমেন্ট জোনের বাইরেও পরিস্থিতি বিবেচনা করে কোনও নিষেধাজ্ঞা জারি করতে পারে।