#নয়াদিল্লি: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬৬ হাজার ৫৯৮ জন। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৮৭ জন। অথচ এর মধ্যেই খুলে যাচ্ছে বহু সরকারি অফিস। আনলক ওয়ান পর্বে একে একে চালু করা হচ্ছে দেশের সব পরিষেবা। প্রতিদিনই বিভিন্ন সরকারি দফতরে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া যাচ্ছে। এই বিপজ্জনক আবহে সরকারি অফিসগুলিতে সংক্রমণ এড়াতে কেন্দ্রের তরফে এবার বেশ কয়েক দফা নির্দেশিকা জারি করল। অফিসে আসতে হলে বাধ্যতামূলক ভাবে একজন কেন্দ্রীয় সরকারি কর্মীকে এই নির্দেশিকা মানতেই হবে।
Government of India issues fresh guidelines for officials and staffers of Central Government to prevent spread of #COVID19, after several officials in various Central Government Ministries/Departments have tested positive . pic.twitter.com/A3ZbF2unbB
— ANI (@ANI) June 9, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19