রোজ আক্রান্ত হচ্ছেন সরকারি কর্মচারীরা, অফিসে সংক্রমণ ঠেকাতে নির্দেশিকা জারি কেন্দ্রের
কেন্দ্রীয় সরকারি অফিসে করোনার ছায়া। সতর্ক করতে নির্দেশিকা জারি।
সরকারি অফিসগুলিতে সংক্রমণ এড়াতে কেন্দ্রের তরফে এবার বেশ কয়েক দফা নির্দেশিকা জারি করল। অফিসে আসতে হলে বাধ্যতামূলক ভাবে একজন কেন্দ্রীয় সরকারি কর্মীকে এই নির্দেশিকা মানতেই হবে।
#নয়াদিল্লি: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬৬ হাজার ৫৯৮ জন। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৮৭ জন। অথচ এর মধ্যেই খুলে যাচ্ছে বহু সরকারি অফিস। আনলক ওয়ান পর্বে একে একে চালু করা হচ্ছে দেশের সব পরিষেবা। প্রতিদিনই বিভিন্ন সরকারি দফতরে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া যাচ্ছে। এই বিপজ্জনক আবহে সরকারি অফিসগুলিতে সংক্রমণ এড়াতে কেন্দ্রের তরফে এবার বেশ কয়েক দফা নির্দেশিকা জারি করল। অফিসে আসতে হলে বাধ্যতামূলক ভাবে একজন কেন্দ্রীয় সরকারি কর্মীকে এই নির্দেশিকা মানতেই হবে।
কোনও রকম উপসর্গ নেই এমন কর্মীকেই অফিসে ঢুকতে দেওয়া হবে। সামান্যতম উপসর্গ থাকলেও কর্মীর বাড়ি থেকে বের হওয়া চলবে না।
কন্টামিনেটেড জোনের বাসিন্দা কর্মীকে অফিসে আসতে হবে না যতদিন না তার অঞ্চলটি নন কন্টামিনেটেড বলে ঘোষিত হয়।
Government of India issues fresh guidelines for officials and staffers of Central Government to prevent spread of #COVID19, after several officials in various Central Government Ministries/Departments have tested positive . pic.twitter.com/A3ZbF2unbB
এক দিনে ২০ জনের বেশি কর্মী অফিসে আসতে পারবেন না। বাকিদের বাড়িতে বসেই কাজ করতে হবে। সাপ্তাহিক দিনপঞ্জি বানানো হবে সে ভাবেই।
সেক্রেটারিয়েট ও ডেপুটি সেক্রেটারিয়েটে যদি দু'জনকে একই কেবিন শেয়ার করতে হয় তবে তাঁরা একই দিনে অফিস আসবেন না।
অফিসের ভিতরে সর্বক্ষণ মাস্ক পরে থাকা বাধ্যতামূলক। অন্যথা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই মুহূর্তে সংক্রমণ এড়াতে মুখোমুখি বৈঠক না করে ভার্চুয়াল কনফারেন্স করার নির্দেশ দেওয়া হচ্ছে।
কোনও বোর্ডরুম মিটিং নয়, ভার্চুয়াল কনফারেন্সটি করা হবে সংশ্লিষ্ট অফিসারের ঘর থেকে।
প্রতি আধ ঘণ্টায় হাত ধুতে হবে অফিসে উপস্থিত কর্মীকে।
বৈদ্যুতিন সুইচ, দরজা, সিড়ির হাতল, বাথরুমের কল প্রতি এক ঘণ্টা অন্তর স্যানেটাইজ করতে হবে ১০ শতাংশ সোডিয়াম হাই়ড্রোক্লোরাইড থাকা কোনও রাসায়নিক ব্যবহার করে। এসির রিমোট, মাউস, কী বোর্ড বারবার পরিষ্কার করতে হবে একজন কর্মীকে।
দুইজন কর্মীকে অন্তত ১ মিটার দূরত্বে রক্ষা করতে হবে।