• Home
 • »
 • News
 • »
 • coronavirus-latest-news
 • »
 • সাত বছরে সর্বোচ্চ সোনার দাম, আকাশ ছুঁতে পারে মূল্য, আশঙ্কা এমনই

সাত বছরে সর্বোচ্চ সোনার দাম, আকাশ ছুঁতে পারে মূল্য, আশঙ্কা এমনই

২২ ও ২৪ ক্যারাট সোনায় সব মিলিয়ে সোনার দাম ৫,০০০ টাকা হ্রাস পেয়েছে রীতিমত খুশিতে মধ্যবিত্ত ৷ প্রতীকী ছবি ৷

২২ ও ২৪ ক্যারাট সোনায় সব মিলিয়ে সোনার দাম ৫,০০০ টাকা হ্রাস পেয়েছে রীতিমত খুশিতে মধ্যবিত্ত ৷ প্রতীকী ছবি ৷

সাতবছরে সর্বোচ্চ সোনার দাম৷ মনে করা হচ্ছে, করোনা ভাইরাস পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ার কারণেই সোনার এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি৷

 • Share this:

  #নয়া দিল্লি: সাতবছরে সর্বোচ্চ সোনার দাম৷ মনে করা হচ্ছে, করোনা ভাইরাস পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ার কারণেই সোনার এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি৷ শুধু চীনে নয়, চীনের বাইরেও যেভাবে এই রোগ ছড়িয়ে পড়েছে, তাতে উদ্বেগ বাড়ছে স্বর্ণ ব্যবসায়ীদের৷ ‘স্পট গোল্ড’ এর দাম বেড়েছে ১.৯ শতাংশ৷ রাত ১২.২৬ নাগাদ দাম হয়েছে আউন্স প্রতি ১৬৭৪.৪০ ডলার৷ ২০১৩ সালের আগে সোনার এতটা দাম বৃদ্ধি হয়নি৷ আমেরিকায় দাম বেড়েছে প্রায় ১.৭ শতাংশ৷ স্বাভাবিকভাবে এর প্রভাব পড়তে চলেছে দেশের বাজারেও৷ চীনে করোনাভাইরাসের আতঙ্ক কিছুটা কমে গেলেও এখন চীনের বাইরে এই রোগ ছড়িয়ে পড়েছে৷ কোরানায় আক্রান্ত হয়ে এখন ভুগছে দক্ষিণ কোরিয়া, আফগানিস্থান, ইরাক সহ প্রায় ২৯টি দেশ৷ চীনের মূল ভূখণ্ডের বাইরে এখনও পর্যন্ত প্রায় ২৯ টি দেশে এই রোগ ছড়িয়ে পড়েছে৷ যেখানে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ২৪ জন৷ এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা মনে করছেন, সোনার বাজারে এই মূল্যবৃদ্ধির সঙ্গে জুড়ে রয়েছে ইটিএফ ইনফ্লো৷ তবে সোনার এই মূল্যবৃদ্ধি খুব একটা শক্তিশালী ভিতের ওপর দাঁড়িয়ে আছে, এমন নয়৷ তাই দাম যেমন বেড়েছে, তেমনই কমে যেতেও খুব একটা সময় লাগবে না৷

  Published by:Uddalak Bhattacharya
  First published: