#ভুবনেশ্বর: সন্ধে নামলেই ওরা ঘুরছে রাস্তায়৷ শুনশান রাস্তায় গা শিউরে ওঠা সেই দৃশ্য৷ পরনে শাড়ি৷ সে এক বীভত্স মুখ৷ যাকে রাস্তায় দেখছে, সে তাড়া করছে৷ বাড়ি পর্যন্ত সেই মানুষটির পিছু ছাড়ছে না৷
আসলে পুরোটাই লকডাউন মানানোর জন্য এই ব্যবস্থা করেছে ওডিশার গ্রামে৷ লকডাউন আইন মানাতে দিল্লিতে পুলিশ যমরাজ সেজে বেরিয়েছে রাস্তায়৷ কখনও করোনা ভাইরাস সেজে৷ ওড়িশার গ্রাম পঞ্চায়েত অভিনব পন্থা নিয়েছে৷ বহু মানুষই ভূতে বিশ্বাস করেন৷ তাই ভুত দেখিয়েই লকডাউন কার্যকর করার উপায় নিয়েছে গ্রাম পঞ্চায়েত৷
এরজন্য একজন মহিলাকে ভাড়া করেছে গ্রাম পঞ্চায়েত৷ তিনি সন্ধে নামলেই শাড়ি পরে বেরচ্ছেন ভূত সেজে৷ লকডাউন উপেক্ষা করে যারা রাস্তায় নামছে, সাক্ষাত্ প্রেত আত্মা দেখে দে দৌড়! সোজা বাড়ি৷
স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩,৫২৫ জন। যা গত কয়েকদিনের তুলনায় কম। এই বৃদ্ধির জেরে ভারতে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হল ৭৪,২৮১। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১২১ জনের। এর জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪১৫। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ২২ হাজার ৪৫৫।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।