#আহমেদাবাদ: এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সম্ভবত এটাই। যখন করোনার ভারে ধুঁকছে গোটা দেশ, তথা বিশ্ব। যখন দিনরাত এক করে বিজ্ঞানীরা করোনর প্রতিষেধক আবিষ্কারের চেষ্টায় নিয়োজিত রয়েছেন, তখন করোনা ভাইরাসের জিনোম ডিকোড করে ফেলল গুজরাতের সরকারি সাহায্যপ্রাপ্ত গবেষণাগার। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির দফতর থেকে বৃহস্পতিবার করোনার জিনোম ক্রম 'ডিকোড' করার কথা ঘোষণা করা হয়। গুজরাত বায়োটেকনোলজি রিসার্চ সেন্টার (GBRC)-এর বিজ্ঞানীরা করোনাভাইরাসের সম্পূর্ণ জিনোম ক্রমের পাঠোদ্ধার করতে পেরেছেন। এর ফলে করোনার ভ্যাকসিন তৈরির কাজ আরও সহজতর হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।GBRC-এর বিজ্ঞানীরা আরও জানাচ্ছেন, করোনার মূল তিনটি মিউটেশন তাঁরা ডিকোড করতে পেরেছেন । GBRC-এর ডিরেক্টর ডঃ সি জি যোশী বলেন, মো ৯টি মিউটেশন রয়েছে এই ভাইরাসের। তার মধ্যে এই তিনটি মিউটেশ বিশেষ রকম । এই ভাইরাসখুব তাড়াতাড়ি মিউটেশন বদলে ফেলে। কোন কোন পরিস্থিতে মিউটেশন বদলায় এই ভাইরাস, তা এখন গবেষণা করছেন বিজ্ঞানীরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Gujarat Biotechnology Research Centre, Gujarat Lab