#ওয়াশিংটন : ভ্যাকসিন উৎপাদন বাড়ানোর উপর জোর দেওয়া আর কোভিশিল্ডের মত ভ্যাকসিনের দুটি ডোজের মাঝে সময়ের ব্যবধান বাড়ানোর পদক্ষেপের প্রশংসা করলেন স্বয়ং হোয়াইট হাউজের প্রধান স্বাস্থ্য পরামর্শদাতা চিকিৎসক অ্যান্থনি ফসি ৷ বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে তিনি এই সিদ্ধান্তকে যথেষ্ট যুক্তিযুক্ত পদক্ষেপ বলে আখ্যা দেন ৷
বৃহস্পতিবারই কেন্দ্রীয় সরকার ঘোষণা করে যে, কোভিড-১৯ ভ্যাকসিন কোভিশিল্ডের দু'টি ডোজের মধ্যে সময়ের ব্যবধান ৬-৮ সপ্তাহ থেকে বাড়িয়ে ১২-১৬ সপ্তাহ করা হল ৷ এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেকে। একাংশের দাবি, বস্তুত ভ্যাকসিনের আকালের মধ্যে মুখরক্ষার জন্য ঘাটতি পূরণ করতেই আদতে এই ব্যবস্থা নিয়েছে কেন্দ্র ৷ তবে ফসির মতে ভ্যাকসিনের প্রভাবের দিক থেকেও এই বর্ধিত ব্যবধান উপকারী হবে বলেই তিনি মনে করেন। তিনি বলেন, "ভারতের মতো দেশে খুবই সমস্যাপূর্ণ অবস্থায় প্রচুর সংখ্যক মানুষকে ভ্যাকসিন দিতে হবে ৷ সেটা যত দ্রুত করা যায়, ততই ভাল৷ এটা খুবই যুক্তিপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে৷
এদিকে এদিন থেকেই ভারতের মাটিতে তৃতীয় ভ্যাকসিন স্পুটনিক-ভি-এর প্রয়োগ শুরু হয়ে গেল। এর ফলে ১৮ বছর ও তার ঊর্ধ্বে ভ্যাকসিন দেওয়ার প্রকল্পে তিনটি ভ্যাকসিন হাতে রইল ভারতের ৷ স্পুটনিক-ভি-র প্রশংসা করে ফসি জানিয়েছেন, কোভিড-১৯ -এর বিরুদ্ধে এর লড়াইয়ের ক্ষমতা ৯০ শতাংশ ৷ গত বছর আমেরিকা কোরোনাভাইরাস বিরোধী লড়াইয়ে দু’টি যুদ্ধজাহাজ ইউএসএনএস মার্সি আর ইউএসএনএস কমফর্টকে স্থায়ী ভাবে নোঙর করেছিল নিউ ইয়র্ক আর লস অ্যাঞ্জেলেসে ৷ সেই প্রসঙ্গে ফসি বলেন, "আমি জানি ভারতে কোভিড রোগীরা হাসপাতালে বেড পাচ্ছেন না, কারণ সেখানে বেড খালি নেই ৷ এই অবস্থায় সামরিক সাহায্য নিলে দ্রুত সমস্যার সমাধান হতে পারে ৷"
তবে এই মুহূর্তে ভারতে সংক্রমণের যে হার, তাতে ভারতে যাতায়াত বন্ধ রাখাকেই সমর্থন করছেন ফসি ৷ একদিকে বিশ্বে বহু মানুষ ভ্যাকসিন পাচ্ছেন, আর গরমের ছুটিও চলে এসেছে ৷ তাই সব দেশই জোর চেষ্টা চালাচ্ছে ভ্যাকসিন পাসপোর্ট বা ডিজিটাল হেলথ সার্টিফিকেশন প্রোগ্রামের অন্তর্ভুক্ত হতে ৷ তবে "অনেক দেশই ভ্যাকসিন পাসপোর্ট না থাকলে বিমানে যাতায়াত করতে দিচ্ছে না, কিন্তু আমেরিকায় ভ্যাকসিন পাসপোর্ট এখনও আবশ্যিক হয়নি"।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Covishield