#চেন্নাই: ‘আপনারা ওঁনার শেষ ইচ্ছার মর্যাদা রাখুন’, ভিডিও বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কাতর অনুরোধ করলেন করোনায় মৃত চিকিৎসকের সদ্য বিধবা স্ত্রী। গত রবিবার চেন্নাইয়ে করোনায় মৃত্যু হয়েছে এক নিউরোসার্জেনের । এ দিন ওই চিকিৎসকের স্ত্রী অনুরোধ করেন তাঁর স্বামীর দেহ যেন রীতি মেনে, যথাযথভাবে সৎকার করা হয় । কারণ মৃত্যুর আগে তাঁর স্বামীর এটাই ছিল শেষ ইচ্ছা ।গত রবিবার যখন ওই চিকিৎসকের দেহ অ্যাম্বুলেন্সে করে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেই অ্যাম্বুলেন্স ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষ। তাঁদের দাবি ছিল, ওই এলাকায় সৎকার হলে সংক্রমণ ছড়িয়ে পড়বে । কর্পোরেশনের কিলপকের কাছেই সমাধিস্থ করার কথা ছিল তাঁকে । তাঁকে নিয়ে যাচ্ছিলেন হাসপাতালকর্মী ও ওই চিকিৎসকের সহকর্মীরা ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: COVID-19, Tamil Nadu Docto