হোম /খবর /দেশ /
করোনা আক্রান্ত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ

করোনা আক্রান্ত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ

তরুণ গগৈ

তরুণ গগৈ

তিনি ট্যুইটারে লিখেছেন, 'আমার গতকাল Covid 19 পজিটিভ এসেছে৷ আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁরা দয়া করে অবিলম্বে করোনা টেস্ট করান৷'

  • Last Updated :
  • Share this:

#গুয়াহাটি: করোনা ভাইরাস আক্রান্ত হলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ৷ আজ অর্থাত্‍ বুধবার সকালে ট্যুইট করে এ কথা জানান ৮৫ বছরের প্রবীণ কংগ্রেস নেতা৷

তিনি ট্যুইটারে লিখেছেন, 'আমার গতকাল Covid 19 পজিটিভ এসেছে৷ আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁরা দয়া করে অবিলম্বে করোনা টেস্ট করান৷'

গত কয়েক দিনে একাধিক জায়গায় গিয়েছেন তরুণ গগৈ৷ ২০২১ সালে অসমে বিধানসভা ভোট৷ অসমে কংগ্রেসকে ফেরাতে মরিয়া হয়ে লড়াই চালাচ্ছেন এই প্রবীণ কংগ্রেস নেতা৷

এর আগে অসমের ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত ও কামরূপের ডেপুটি কমিশনার বিশ্বজিত্‍ পেগুর শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়৷ অসমে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৫৯২ জন৷ এর মধ্যে অ্যাক্টিভ কেস ১৯ হাজার ৫১৫৷

Published by:Arindam Gupta
First published:

Tags: Coronavirus