corona virus btn
corona virus btn
Loading

করোনা আক্রান্ত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ

করোনা আক্রান্ত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ
তরুণ গগৈ

তিনি ট্যুইটারে লিখেছেন, 'আমার গতকাল Covid 19 পজিটিভ এসেছে৷ আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁরা দয়া করে অবিলম্বে করোনা টেস্ট করান৷'

  • Share this:

#গুয়াহাটি: করোনা ভাইরাস আক্রান্ত হলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ৷ আজ অর্থাত্‍ বুধবার সকালে ট্যুইট করে এ কথা জানান ৮৫ বছরের প্রবীণ কংগ্রেস নেতা৷

তিনি ট্যুইটারে লিখেছেন, 'আমার গতকাল Covid 19 পজিটিভ এসেছে৷ আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁরা দয়া করে অবিলম্বে করোনা টেস্ট করান৷'

গত কয়েক দিনে একাধিক জায়গায় গিয়েছেন তরুণ গগৈ৷ ২০২১ সালে অসমে বিধানসভা ভোট৷ অসমে কংগ্রেসকে ফেরাতে মরিয়া হয়ে লড়াই চালাচ্ছেন এই প্রবীণ কংগ্রেস নেতা৷

এর আগে অসমের ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত ও কামরূপের ডেপুটি কমিশনার বিশ্বজিত্‍ পেগুর শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়৷ অসমে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৫৯২ জন৷ এর মধ্যে অ্যাক্টিভ কেস ১৯ হাজার ৫১৫৷

Published by: Arindam Gupta
First published: August 26, 2020, 12:07 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर