#মুর্শিবাদাবাদ: করোনার সঙ্গে সঙ্গে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা মুর্শিদাবাদ জেলা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যেই জেলাতে প্রায় দু'লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্য থেকে ফিরেছে। পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের প্রকল্পে বৃক্ষরোপণ, বাগিচা চাষ, মাছ চাষ, পান চাষ, মাশরুম চাষ-সহ একাধিক প্রকল্পে তাঁদের কাজ দেওয়া হবে বলে জানান জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন।
ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলায় বাংলা আবাস যোজনায় প্রায় লক্ষাধিক ঘর তৈরি হবে। সেই ঘর তৈরি করতে যে শ্রমিক দরকার সেই কাজে নেওয়া হবে এই পরিযায়ী শ্রমিকদের। প্রত্যেকটি পরিযায়ী শ্রমিককে নিজের পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে কাজের জন্য আবেদন করতে হবে। তারপরেই সেই সমস্ত শ্রমিকদের কাজ দেওয়া হবে বলে জানান সভাধিপতি। জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন বলেন, প্রতিদিন পরিযায়ী শ্রমিকের হাতে কাজ দেওয়া আমাদের লক্ষ্য।
১০০ দিনের প্রকল্পের মাধ্যমে কাজের ব্যবস্থা করা হয়েছে। পরিযায়ী শ্রমিকরা এলাকার পঞ্চায়েত গিয়ে আবেদন করলেই কাজ দেওয়া হবে।
Pranab Kumar Banerjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Covid ১৯, Murshidabad