#দিঘা: করোনার জন্য জরুরি ত্রাণ তহবিল গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই তহবিলেই এক লাখ টাকা দিলেন দিঘা শংকরপুরের মৎসজীবীরা। মৎসজীবীদের সংগঠন দিঘা ফিস এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ এই এক লক্ষ টাকা দেওয়া হয়।
সংগঠনের অন্যতম কর্মকর্তা শ্যামসুন্দর দাস বলেন, এর আগেও বিভিন্ন সময়ে হওয়া প্রাকৃতিক বিপর্যয়ের সময় আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এবারের বিপর্যয় অনেক বেশি ভয়ঙ্কর। তা রোধ করা সহজ কাজ নয়। তাই অন্যান্য অনেক সহৃদয় ব্যক্তি সংস্থার পাশাপাশি আমরাও নিজেদের সাধ্যমতো সাহায্য করছি। সংগঠনের এই উদ্যোগে সকল মৎসজীবীরাই নিজেদের হাত বাড়িয়ে দিয়েছেন বলে শ্যামসুন্দর বাবু জানিয়েছেন। একইসঙ্গে এই কঠিন সময়ে স্থানীয়ভাবে যারা গরীব ও দুঃস্থ মানুষ, তাদের পাশে দাঁড়িয়েও বিভিন্নভাবে সাহায্য করছেন মৎসজীবীরা। খাওয়ার, পোশাক এবং মাস্ক বিলিও করছেন দিঘা মোহনার মাছ ব্যবসায়ীরা।
SUJIT BHOWMIK
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Digha, Lockdown