#মুর্শিদাবাদ: লকডাউনে নদীতে মাছ ধরা বারণ। বন্ধ বাজারও। সব মিলিয়ে বিপাকে জলঙ্গির মৎস্যজীবীরা। পেট চালানোর জন্য সরকারি সাহায্য চাইছেন তাঁরা।
পদ্মার মাছ। রুপোলি শস্যই জীবন জীবিকার একমাত্র ভরসা। কিন্তু লকডাউনে নদীতে নামার উপায় নেই। চরম দুর্দশায় এখন দিন কাটছে মুর্শিদাবাদে জলঙ্গির সীমান্তবর্তী এলাকা পরাশপুরের কয়েকশো মৎস্যজীবীদের ৷
নৌকা, জাল সবই এখন তোলা রয়েছে পাড়ে। গত দেড় মাস ধরে মাছ ধরার উপায় নেই। কোনওক্রমে টেনেটুনে চলছে মৎস্যজীবীদের সংসার।
জালে মাছ উঠলে তবেই সংসারের উনুনে হাঁড়ি চড়ে। সেই সুযোগ এখন নেই। বাসিন্দাদের অভিযোগ, রেশন সামগ্রী মিলছে না। তাই দুর্দশা ক্রমেই বাড়ছে। কোনও মতে দিন গুজরান। লকডাউন কবে উঠবে? কাটবে সংকট। প্রশ্নের উত্তর খোঁজেন পরাশপুরের ষষ্ঠী, কুশ, জ্যোৎস্নারা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Lockdown