#লন্ডন: আর ট্রায়াল নয়, এবার সাধারণ মানুষ পেতে শুরু করলেন করোনা ভ্যাকসিন৷ ব্রিটেনে শুরু হয়ে গেল করোনার টিকাকরণ৷ প্রথম করোনার ভ্যাকসিন পেলেন ব্রিটেনের ৯০ বছর বয়সী এক মহিলা৷ ফাইজার-বায়োএনটেক (Pfizer/BioNTech)-র করোনার ডোজ নিলেন তিনি৷ তাঁর নাম মার্গারেট কিনা৷ সকলে তাঁকে চেনেন ম্যাগি নামে৷ কোভেন্ট্রির স্থানীয় হাসপাতালে সকাল ৬.৩১ নাগাদ নার্স মে পার্সেনস এই টিকাকরণ করেন মার্গারেটকে৷ আগামী সপ্তাহে ৯১ বছরে পা দেবেন এই মহিলা৷ তিনি জানান যে, করোনার ভ্যাকসিন পাওয়াই তাঁর জীবনের সেরা জন্মদিনের উপহার৷
মার্গারেটের কথায়, 'আমি খুবই ভাগ্যবান যে প্রথম করোনার ভ্যাকসিন পেলাম৷ জন্মদিনের আগে করোনার থেকে সুরক্ষা কবজ মেলায় আমি জন্মদিনে বন্ধু ও আত্মীয়দের সঙ্গে কাটাতো পারব বলে আশা করি৷ এবং নিউ ইয়ার সেলিব্রেশনেও করতে পারব অন্যদের সঙ্গে৷ অনেকদিন কেটেছে একা৷ এবার করোনার থেকে প্রকৃত লড়াইয়ের ওষুধ পেয়ে আমি কিছুটা নিশ্চিত হয়ে অন্যদের সঙ্গে দেখা করতে পারব৷'
Meet Maggie: the first person in the world to receive a fully-tested and approved Covid-19 vaccine on the NHS. pic.twitter.com/eb2ijTMSLW
— NHS England and NHS Improvement (@NHSEngland) December 8, 2020
তাঁর পাশাপাশি এক ব্রিটিশ-ইন্ডিয়ান (ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত) ব্যক্তি হরি শুক্লাও পেলেন করোনার ভ্যাকসিন৷ নিউকাসেলের এক হাসপাতাল থেকে ভ্যাকসিন পেলেন তিনি৷ মার্গারেট ভ্যাকসিন পেয়েছেন এনএইচএস (NHS England) থেকে৷
'I can’t thank May and the NHS staff enough who have looked after me tremendously, and my advice to anyone offered the vaccine is to take it — if I can have it at 90 then you can have it too!' pic.twitter.com/mlIwvp6g0f
— NHS England and NHS Improvement (@NHSEngland) December 8, 2020
'ব্রিটেনে করোনা ভ্যাকসিন শুরু হওয়া এক বিশাল বড় পদক্ষেপ', জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন৷ ভ্যাকসিন তৈরিতে যুক্ত গবেষক ও ট্রায়ালে অংশ নেওয়া মানুষকে তিনি ধন্যবাদ জানিয়েছেন৷ এরই পাশাপাশি টিকাকরণ প্রক্রিয়াকে যেভাবে তরান্বিত করেছে এনএইচএস, তারও প্রশংসা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী৷
২ ডিসেম্বর ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন দেয় ব্রিটেন৷ করোনার টিকাকরণের জন্য প্রথম দেশ হিসেবে টিকাকরণ প্রক্রিয়া চালু হল সেদেশে৷