#হেলসিঙ্কি: বিশ্বজুড়েই বাড়ছে মারণ করোনা ভাইরাসের প্রকোপ ৷ এখনও পর্যন্ত সব দেশ মিলিয়ে মোট ২,০৮৩,৩২৬ জন কোভিড-১৯-এ আক্রান্ত ৷ মৃত্যু হয়েছে ১৩৪,৬১৬ জনের ৷ করোনায় সেরেও উঠেছেন ৫১০,৩৫০ জন মানুষ ৷ যা অবশ্যই একটা আশার খবর ৷
এই মুহূর্তে ভারত-সহ অধিকাংশ দেশেই চলছে সম্পূর্ণ লকডাউন ৷ তবে ইউরোপের বিভিন্ন দেশে করোনার সংক্রমণের হার অনেক বেশি হলেও ইইউ-র অন্তর্গত ফিনল্যান্ড কিছুটা হলেও সে দেশে লকডাউন শিথীল করার পথে হাঁটছে ৷
প্রধানমন্ত্রী সানা মারিন জানিয়েছেন, ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি ও তার আশপাশের অঞ্চলে লকডাউনে প্রত্যাহার করছে সরকার ৷ বুধবারই এ কথা ঘোষণা করেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ৷ ফিনল্যান্ডই প্রথম ইউরোপিয়ান দেশ, যারা লকডাউন শিথীল করার পথে হাঁটল ৷ রাজধানী হেলসিঙ্কি থেকে এর ফলে দেশের বেশ কিছু অঞ্চলে যাতায়াতও সহজ হবে সে দেশের নাগরিকদের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।