এই পরিস্থিতিতে আমজনতাকে আশ্বস্ত করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক দাবি করল, দেশের সমস্ত এটিএম এবং ব্যাঙ্কের শাখাগুলিতে পর্যাপ্ত পরিমাণে নগদ রয়েছে৷ কোনও ব্যাঙ্কের শাখা বন্ধ করে দেওয়ারও পরিকল্পনা নেই সরকারের৷ ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন-এর তরফেও ইতিমধ্যে গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আবেদন জানানো হয়েছে৷ আইবিএ-র তরফে আবেদন করা হয়, একুশ দিনের লকডাউনের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ব্যাঙ্কে ভিড় না করেন৷
এ দিন আর্থিক পরিষেবা বিষয়ক দফতরের সচিব দেবাশিস পাণ্ডা টুইটারে এ দিন বলেন, 'ব্যাঙ্কের শাখা বন্ধ হওয়ার গুজবকে বিশ্বাস করবেন না! গ্রাহকদের কাছে অনুরোধ, একসঙ্গে সবাই ব্যাঙ্কের শাখায় এসে ভিড় করবেন না৷'
আইবিএ-র তরফেও আশ্বস্ত করে বলা হয়, 'গুজবে বিশ্বাস করবেন না৷ প্রায় ১,০৫,৯৮৮টি শাখা চালু রয়েছে৷'
সব শাখা খোলা থাকলেও কর্মীদের করোনা সংক্রমণ থেকে বাঁচাতে পরিষেবার সময়সূচিতে বদল করেছে বিভিন্ন ব্যাঙ্ক৷
অর্থমন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, ব্যাঙ্ক জরুরি পরিষেবার মধ্যে পড়ে৷ ফলে, সরকারের ঘোষিত ত্রাণ প্যাকেজের সুবিধা যাতে সবার কাছে পৌঁছে যায়, তা নিশ্চিত করতে ব্যাঙ্ক চালু থাকবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Coronavirus in India, Coronavirus lockdown