Home /News /coronavirus-latest-news /
অবশেষে করোনা মুক্ত বিশিষ্ট গায়ক এস পি বালাসুব্রহ্মণ্যম, মোবাইলে চুটিয়ে দেখছেন টেনিস ম্যাচ

অবশেষে করোনা মুক্ত বিশিষ্ট গায়ক এস পি বালাসুব্রহ্মণ্যম, মোবাইলে চুটিয়ে দেখছেন টেনিস ম্যাচ

SP Balasubramanyam

SP Balasubramanyam

ভিডিও মেসেজে এসপি বালার ছেলে নিজেই জানান যে, তাঁর বাবার অবস্থার ধীরে ধীরে উন্নতি হয়েছে৷

  • Last Updated :
  • Share this:

#চেন্নাই: দীর্ঘ দিন করোনার সঙ্গে লড়াই করার পর, অবশেষে করোনা নেডেটিভ হলেন বিশিষ্ট গায়ক এস পি বালাসুব্রহ্মণ্যম৷ চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে আইসিইউতে (ICU)-তে ভর্তি রয়েছেন তিনি৷ হাসাতালেই তাঁর করোনা টেস্ট হয়৷ রিপোর্ট আসে নেগেটিভ৷ এই সুখবরটি ভক্তদের জানান তাঁর ছেলে চরণ৷ তিনি আরও জানান যে এস পি বালা টেনিস ম্যাচ দেখছেন এবং আসন্ন আইপিএল ম্যাচের জন্য অপেক্ষা করছেন৷ শুরু হলে সেটাই নিজের মোবাইলে নিয়ম করে দেখবেন৷ অর্থাৎ তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে অনেকটাই৷

এর আগে একবার রটে যায় যে গায়কের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে৷ সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে রটে যাওয়া গুজব ওড়ান ছেলে৷ তখন তিনি বলেন যে, বাবার করোনা রিপোর্ট এখনও নেগেটিভ আসেনি৷

ধীরেধীরে উন্নত হচ্ছে এস পি বালাসুব্রহ্মণ্যমের শারীরিক অবস্থা৷ এস পি বালার ফুসফুসের অবস্থারও উন্নতি হচ্ছে বলেও খবর৷ তিনি স্থিতিশীল রয়েছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন৷ হাসপাতালের মেডিক্যাল টিমের এখনও তাঁর পর্যবেক্ষণ করছেন এবং মনে করা হচ্ছে যে, তাঁকে খুব তাড়াতাড়ি ভেন্টিলেটর থেকে বার করা হবে৷

গত ৫ অগাস্ট তাঁর করোনা ধরা পড়ে। কিন্তু ১৩ তারিখ রাত থেকে তাঁর শরীরের অবনতি ঘটতে থাকে। শ্বাসকষ্ট শুরু হয়। শরীরে অক্সিজেনের মাত্রা । এর পরই তাঁকে হাসপাতালের আইসিইউতে তাঁকে স্থানান্তর করতে হয়। হাসপাতালের একটা স্পেশ্যাল মেডিক্যাল টিম তাঁর চিকিৎসা করছে। আপাতত গায়কের অবস্থা অনেকটাই ভাল৷ তবে এখনও তিনি ভেন্টিলেশনেই রয়েছেন৷

দক্ষিণী ছবি থেকে বলিউড ৷ এস পি বালসুব্রহ্মণ্যমের গান সঙ্গীতপ্রেমীদের কাছে প্রথম থেকেই সমাদর পেয়েছে ৷ বলিউডের বেশ কিছু নায়ক তো তাঁদের জন্য বেছেই নিয়েছেন এস পি বালসুব্রহ্মণ্যমকে ৷ যার মধ্যে সলমন খান একেবারে ওপরের তালিকায় ৷ এসপির গাওয়া, 'মেরে জীবন সাথী', 'হাম আপকে হ্যায় কন', 'রূপ সুহানা লাগতা হ্যায়', 'পেহলা পেহলা পেয়ার হ্যায়', 'হাম বনে তুম বনে এক দুজে কে লিয়ে,'র মতো অসংখ্য গান রয়েছে, যা সর্বকালের সেরা হয়েই থেকে যাবে মানুষের মনে। সকলেই এখন এই গায়কের সুস্থতা কামনা করছেন।

Published by:Pooja Basu
First published:

Tags: SP Balasubramanyam