হোম /খবর /দক্ষিণবঙ্গ /
এবার গান গেয়ে করোনা সচেতনতার বার্তা দিচ্ছেন মহিলা পুলিশকর্মীরা

এবার গান গেয়ে করোনা সচেতনতার বার্তা দিচ্ছেন মহিলা পুলিশকর্মীরা

সেই গানেও থাকছে করোনা সম্পর্কে সচেতনতার বার্তা। রাস্তায় দাঁড়িয়ে গান শুনছেন অনেকেই।

  • Last Updated :
  • Share this:

#বর্ধমান: এ বার করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গান গাইলেন মহিলা পুলিশ কর্মীরা। বর্ধমান মহিলা থানার পুলিশ বর্ধমান শহরের কালনা গেট মোড়ে গান গাইলেন। গানের মাধ্যমে বাসিন্দাদের ঘরে থাকার ব্যাপারে সচেতন করলেন। সবাইকে মাস্কে মুখ ঢাকার পরামর্শ দিলেন মহিলা পুলিশ কর্মীরা। রাজ্যের অন্যান্য অনেক প্রান্তেই পুলিশ কর্মীরা গান গেয়ে ঘর বন্দি বাসিন্দাদের কিছুটা আনন্দ দেওয়ার চেষ্টা করছেন।গানের মধ্য দিয়ে বাসিন্দাদের মনোরঞ্জনের পাশাপাশি করোনার ভয়াবহতার ব্যাপারে পুরুষ মহিলাদের সচেতন করছেন তাঁরা। এবার সেই পথে হাঁটলেন বর্ধমান মহিলা থানার পুলিশ কর্মীরাও।

বর্ধমানের কালনা গেট মোড়ে পুলিশে গাড়ি থামতেই দৌড়ে পালান বেশ কয়েকজন। গাড়ি সেখানেই থামিয়ে দেন মহিলা পুলিশ কর্মীরা। গাড়ি থেকে নামেন বর্ধমান মহিলা থানার আই সি নন্দিতা সাহা মজুমদার। গাড়িতে বাঁধা মাইক। আই সি বলেন, পুলিশ দেখলেই কিছু মানুষ ছুটে পালাচ্ছেন। আপনারা কাদের কাছ থেকে লুকোচ্ছেন? পুলিশের কাছ থেকে। মোটেই নয়। আপনারা আসলে নিজের সঙ্গেই লুকোচুরি খেলছেন। ভেবে দেখুন, অযথা জরুরি প্রয়োজন ছাড়াই ঘরের বের হওয়া মানে বিপদকে ঘরে ডেকে নিয়ে যাওয়া। ভগবান করুক, কিছু না হোক, করোনায় মৃত্যু হলে মৃতদেহটাও পরিবার পাবে না। তাই এখনও সময় আছে সচেতন হোন। পুলিশকে ভয় না পেয়ে, অযথা বাইরে না বেরিয়ে পুলিশের সঙ্গে সহযোগিতা করুন।

এর পরই গৃহবন্দি বাসিন্দাদের মনোরঞ্জনের জন্য রাস্তায় দাঁড়িয়ে গান ধরছেন মহিলা পুলিশ কর্মীরা। সেই গানেও থাকছে করোনা সম্পর্কে সচেতনতার বার্তা। রাস্তায় দাঁড়িয়ে গান শুনছেন অনেকেই। গানের মাধ্যমে  সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়ানো বা মাস্ক লাগিয়ে পথে বেরনোর বার্তা দিচ্ছেন মহিলা পুলিশ কর্মীরা।

Saradindu Ghosh

Published by:Elina Datta
First published:

Tags: Burdwan, Corona, Corona outbreak, Corona state lock down, Coronavirus, COVID-19, Female police