#মালদহ: করোনার সর্তকতায় নানা ভাবে প্রচার চলছে গোটা রাজ্য এমনকি দেশ জুড়ে। করোনা সংক্রমণ ঠেকাতে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক কিনা তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে অধিকাংশ বিশেষঞ্জ বলছেন, সুস্থ মানুষের জন্য মাস্ক ব্যবহারের প্রযোজন নেই। কিন্তু মালদহের রতুয়া ১ ব্লকের ছবি একেবারেই অন্যরকম। এখানে বিডিও থেকে চর্তুথ শ্রেনীর কর্মী, সকলেই মাস্ক পরে অফিস করছেন। কর্মীদের বক্তব্য, করোনার প্রকোপ থেকে বাঁচতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে এলাকার বিভিন্ন অঞ্চল থেকে যেসব সাধারন মানুষ বিভিন্ন প্রয়োজনে বিডিও অফিসে আসছেন, তাঁরা এমন ছবি দেখে চমকে উঠছেন। কারন, মাস্কের আড়ালে থেকেই চলছে দপ্তরের সরকারি কাজকর্ম ও নানা পরিষেবা। বিডিও অফিসের প্রায় ২০ জন কর্মীর প্রত্যেকের মুখেই দিনভর লাগানো থাকছে মাস্ক।
বিডিও সারোয়ার আলির বক্তব্য, তাঁকে এবং ব্লকের অন্যান্য কর্মীদের সব সময় সাধারন মানুষের সঙ্গে মিশে কাজ করতে হয়। এই জন্যই মাস্ক ব্যবহারের মাধ্যমে সতর্ক থাকার চেষ্টা করছেন তাঁরা। তবে এতে ব্লক অফিসে আসা সাধারন মানুষের অযথা আতঙ্কিত হওয়ার কারন নেই। মালদহে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি কর্মীদের ব্যবহারের জন্য জেলা প্রশাসনের উদ্যোগেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে মাস্ক তৈরী করানো হচ্ছে। যদিও সরকারি ওই মাস্ক ব্লক অফিসে পৌছনোর আগে নিজেরাই সচেতন হয়েছেন সমস্ত কর্মীরা। তবে ব্লক অফিসের অনেক কর্মীই বলছেন, করোনা ভাইরাস নিয়ে কিছুটা হলেও আতঙ্কও কাজ করছে। তাই কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না তাঁরা। চেষ্টা করা হচ্ছে সবসময় অফিস পরিষ্কার রাখার।
Sebak DebSarma
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona in india, Coronavirus