হোম /খবর /দেশ /
চিন-জাপানে সাফল্য মিলেছে, এবার ভারতেও করোনা রুখতে ফ্যাভিপিরাভির ব্যবহারের ভাবনা

চিন-জাপানে সাফল্য মিলেছে, এবার ভারতেও করোনা রুখতে অ্যান্টি ভাইরাল ড্রাগ ফ্যাভিপিরাভির ব্যবহারের ভাবনা

করোনা মোকাবিলায় নয়া অস্ত্র

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: করোনা চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনে তেমন ফল মেলেনি, উলটে আমেরিকায় হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগে হিতে বিপরীত হয়েছে, বেড়েছে মৃত্যুর হার। তাই এবার করোনা মোকাবিলায় নয়া অস্ত্র প্রয়োগের ভাবনা, করোনা আক্রান্তকে অ্যান্টি ভাইরাল ড্রাগ ফ্যাভিপিরাভির দেওয়ার কথা ভাবা হচ্ছে। বিভিন্ন জ্বর কাবু করতে কার্যকরী ফ্যাভিপিরাভির। ফ্যাভিপিরাভির ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর বলে দেখা গিয়েছে। চিন, জাপান, রাশিয়া এবং পশ্চিম এশিয়ার কিছু দেশে কোভিডের মোকাবিলায় সম্ভাব্য ওষুধ হিসেবে এর পরীক্ষা হয়েছে। তাতে ইতিবাচক ফলও মিলেছে বলে বিশেষজ্ঞদের মত। ভারতেও ফ্যাভিপিরাভির প্রয়োগের কথা ভাবছেন চিকিৎসকেরা। ওষুধ তৈরির ছাড়পত্র দিয়েছে CSIR, তবে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়া।

ইতিমধ্যে জাপান ও রাশিয়ায় করোনা আক্রান্ত রোগীকে সুস্থ করতে ফ্যাভিপিরাভির ব্যবহার করেছেন চিকিৎসকেরা। ভারতে ফ্যাভিপিরাভিরের সংশ্লেষ পদ্ধতি সম্পূর্ণ হয়েছে বলে জানায় CSIR। সিএসআইআর-এর ডিরেক্টর জেনারেল শেখর মান্ডে জানিয়েছেন, একটি বেসরকারি ওষুধ নির্মাতা সংস্থাকে ফ্যাভিপিরাভিরের সংশ্লেষের দায়িত্ব দেওয়া হয়েছে। এবার ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়া-র তরফ থেকে করোনা আক্রান্তের শরীরে ওষুধটি পরীক্ষা করার ছাড়পত্রের অপেক্ষা ।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Favipiravir