#মুম্বই: দেশের মধ্যে মুম্বইয়ে করোনা ভাইরাসের দাপট সব থেকে বশি দেখা দিয়েছে ৷ ২১ দিন গোটা দেশ লকডাউন ৷ সরকারি নির্দেশিকা বাড়িতে থাকতে হবে শুধুই বাড়িতে থাকতে হবে ৷ তবেই করোনা যুদ্ধে জয়ী হওয়া সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে ৷ জন ও গণ সচেতনতা বাড়ানোই এখন প্রধান লক্ষ্য ৷ একের পর মৃত্যু মিছিলে কাহিল ইতালি, ফ্রান্স, আমেরিকা, স্পেনে ৷
ভারতেও আস্তে আস্তে করোনা থাবা বসাচ্ছে ৷ এরই মাঝে মুম্বইয়ের বাসিন্দা আনন্দ রাই বাড়ি ফেরার ছাড়পত্র পেয়েছেন কেননা তাঁর বাবা মৃত হয়েছেন ৷ তাঁর পিতা কলকাতার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ লকডাউনের কারণে ছেলেএতদিন মুম্বইয়ে আটকেছিল ৷ মুম্বইয়ের একটি ল ফার্মে কাজ করেন তিনি ৷ এই ঘটনায় মহারাষ্ট্র সরকার তাঁকে বাড়ি ফেরার অনুমতি দিয়েছে ৷ এই কারণেই তাঁকে স্পেশ্যাল পাস দিয়েছে ৷
ট্রেন, বাস বা বামিনা বন্ধ থাকায় নিজের গাড়িতেই ২৩০০ কিমি সফর পার করতে হবে ৷ ইংরেজি সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী গত বৃহস্পতিবার ৬১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ বাবা মৃত্যু শংসাপাত্র বা ডেথ সার্টিফিকেট সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আর্জি জানিয়েছিলেন ৷
পরে তাঁর এক বন্ধু প্রশাসনের উচ্চপদস্থ কর্তার সঙ্গে কথা বলে মাত্র ৪৫ মিনিটের মধ্যে পুরো কাজটি সম্পন্ন হয়েছে এইবার নিজের বন্ধুর গাড়ি নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19, Kolkata, Mumbai