#পটনা: কথা দিয়ে কথা রাখলেন নীতীশ কুমার (Nitish Kumar)৷ বিহারের মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে ছিলেন যে, ক্ষমতায় ফিরলে রাজ্যবাসীর বিনামূল্যে করোনা টিকাকরণ হবে৷ সোমবার নিজে করোনা টিকার প্রথম ডোজ নিয়ে সেই ঘোষণাতেই সিলমোহর দিলেন নীতীশ৷
শুধু সরকারি হাসপাতালেই নয়, বিহারে বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে করোনা টিকা দেওয়া হবে বলেই জানান নীতীশ কুমার৷ এদিন সাংবাদিকদের তিনি বলেন, "ষাটোর্ধ্বদের প্রতিষেধক দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে৷ পাশাপাশি ষাটের নিচে বয়স, অথচ কো-মর্বিডিটি রয়েছে এমন ব্যক্তিরাও টিকা নেওয়ার সুযোগ আগে পাবেন৷ বিহারে সকলকে বিনামূল্যে টিকা দেওয়া হবে৷ সব খরচ রাজ্য বহন করবে৷ এমনকী নির্বাচিত বেসরকারি হাসপাতালে যাঁরা টিকা নেবেন, তাঁদেরকেও কোনও পয়সা দিতে হবে না৷"
I.G.I.M.S में कोरोना वैक्सीनेशन के तीसरे चरण के शुभारंभ के दौरान टीका लगवाते हुए मुख्यमंत्री श्री @NitishKumar..! pic.twitter.com/BSzRyQQM4P
— Janata Dal (United) (@Jduonline) March 1, 2021
আজ থেকে দ্বিতীয় দফায় করোনা টীকাকরণ কর্মসূচি শুরু হয়েছে দেশে। এদিন সকাল সকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) নিজে দিল্লি এইমসে (AIMS) গিয়ে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন৷ দেশবাসীকে টিকা নেওয়ার আবেদন করেছেন তিনি৷ এই পর্যায় ষাটোর্ধ্বদের করোনা টিকা দেওয়ার পাশাপাশি কোমর্বিডিটি রয়েছে এমন ৪৫ বছরের বেশি বয়সীদেরও টিকা দেওয়া হবে।
এখনও পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ১.৪৩ কোটি দেশবাসীকে। সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকা পাওয়া গেলেও, বেসরকারি হাসপাতালে করোনা টিকার প্রতি ডোজের খরচ ২৫০ টাকা করে লাগছে৷ সরাসরি Co-WIN2.0 অ্যাপে নাম লিখিয়ে ভ্যাকসিন পাওয়া যাবে৷ নির্দিষ্ট বয়স ও শারীরিক অবস্থা অনুযায়ী একে একে ভ্যাকসিন ডোজ মিলবে৷ এর জন্য নাম নথিভুক্ত করতে হবে কোউইন ২.০ বা আরোগ্য সেতুর মাধ্যমে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Covid 19 Vaccine, NITISH KUMAR