Home /News /coronavirus-latest-news /
ফেস শিল্ড, মাস্কও যৌথ ভাবে করোনা সংক্রমণ রুখতে পারছে না, গবেষণায় মারাত্মক তথ্য

ফেস শিল্ড, মাস্কও যৌথ ভাবে করোনা সংক্রমণ রুখতে পারছে না, গবেষণায় মারাত্মক তথ্য

ইন্দো–মার্কিন একটি গবেষক দল দাবি করেছে, ফেস শিল্ড, মাস্ক একসঙ্গে পরলেও করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে সবসময় বাঁচা সম্ভব নয়

 • Share this:

  #‌ফ্লোরিডা:‌ ফেস শিল্ড, মাস্ক ব্যবহার করার পরেও করোনা ভাইরাসকে রোখা যাচ্ছে না। এমনই তথ্য উঠে এসেছে সাম্প্রতিক গবেষণায়। ভারতে যখন আমরা অনেককেই মাস্ক পরতে না দেখে উদ্বিগ্ন, তখনই ইন্দো–মার্কিন একটি গবেষক দল দাবি করেছে, ফেস শিল্ড, মাস্ক একসঙ্গে পরলেও করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে সবসময় বাঁচা সম্ভব নয়। একধরনের ড্রপলেট ফেস শিল্ড ও মাস্কের চারিদিকে ঘোরাফেরা করতে পারে। গবেষকরা বলেছেন, উচ্চতায় ও দৈর্ঘ্যের দিক থেকে ড্রপলেট একটা বড় অংশে ঘুরে বেড়াতে পারে।

  তাঁরা জানিয়েছেন, ফেস শিল্ড ড্রপলেটের স্বাভাবিক সামনের দিকের গতিকে রোধ করতে পারলেও বায়ুবাহিত বেশ কিছু ড্রপলেট সহজে সেই ফেসশিল্ডকে কাটিয়েও শরীরে প্রবেশ করতে পারে। সিদ্ধার্থ ভার্মা ও মনোহর ধনকের করা এই গবেষণায় এই তথ্য উঠে এসেছে। এছাড়া N95 ‌মাস্কের কথাও। বলা হয়েছে কেন এই মাস্কও সম্পূর্ণ নিরাপদ নয়। কেন?‌

  বলা হয়েছে মাস্কের ওপরের দিকে নাকের সঙ্গে মাস্কের যে মাঝের স্থান থাকে, সেই শূন্যস্থান দিয়ে শরীরে প্রবেশ করতে পারে ড্রপলেট। তার মাধ্যমে সহজেই সংক্রমিত হতে পারেন যে কেউ। আর সেই ড্রপলেটের সংখ্যা খুব একটা কম নয় বলেই জানিয়েছেন গবেষক। তাঁরা বলছেন, ফেস শিল্ডের সঙ্গে মুখের যে দূরত্ব থাকে, তা স্পষ্ট। কিন্তু মাস্কের ক্ষেত্রে তা নয়। তাঁরা মাস্ক ব্যবহারকারীর ছাড়া নিঃশ্বাসের ক্ষেত্রে যে অসুবিধা থাকে, সেটির উল্লেখ করেছেন। তাঁরা বলেছেন, ফিল্টার দ্বারা শুধু বায়ু মানুষ ভেতরে টেনে নিলেও ছাড়ার সময় বায়ু খোলা বাতাসে মিলিয়ে যাওয়ার আগে ওই মাস্কের মধ্যে মধ্যে থেকে যাচ্ছে। যা ঠিক নয়।

  Published by:Uddalak Bhattacharya
  First published:

  Tags: Coronavirus

  পরবর্তী খবর