#নয়াদিল্লি: করোনাযুদ্ধে প্রথম সারির সৈনিকদের বাঁচাতে কড়া ব্যবস্থা। ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হলে এবার সাত বছরের জেলও হতে পারে। ১২৩ বছরের পুরনো আইন সংশোধন করে অর্ডিন্যান্স আনল কেন্দ্র ৷
করোনা যুদ্ধে তাঁরা হিরো। প্রাণ হাতে নিয়ে তাঁরা প্রতিদিন কাজ করছেন। কিন্তু, সেই ডাক্তার-স্বাস্থ্যকর্মীরাই দেশের নানা প্রান্তে আক্রান্ত। ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের উপর এভাবে হামলার প্রতিবাদে সরব হয় Indian Medical Association। প্রতীকি বিক্ষোভের হুঁশিয়ারি দেয়। এরপরই, বুধবার, IMA-এর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আশ্বাস দেন, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই প্রেক্ষাপটেই এবার আইনে বদলে কড়া অর্ডিন্যান্স ৷ বার্তা স্পষ্ট - ডাক্তার ও চিকিৎসাকর্মীদের উপর হামলা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না৷
The Epidemic Diseases (Amendment) Ordinance, 2020 manifests our commitment to protect each and every healthcare worker who is bravely battling COVID-19 on the frontline.
It will ensure safety of our professionals. There can be no compromise on their safety! — Narendra Modi (@narendramodi) April 22, 2020
১৮৯৭ সালের মহামারী আইন সংশোধন করে নতুন অর্ডিন্যান্স জারি ৷ নতুন অর্ডিন্যান্স অনুযায়ী ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হলে তা হবে জামিন অযোগ্য অপরাধ ৷ অভিযোগ পেলে ৩০ দিনে তদন্ত শেষ করা হবে ৷ ১ বছরের মধ্যে বিচার হবে ৷ থাকছে কড়া সাজার সংস্থানও ৷ হতে পারে ৩ মাস থেকে ৫ বছরের জেল ৷ পাশাপাশি ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে ৷ গুরুতর হামলায় ৬ মাস থেকে ৭ বছর পর্যন্ত জেল ৷ এবং ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার সংস্থান ৷ চিকিৎসা সরঞ্জাম বা ক্লিনিক ভাঙচুর হলে বাজার দরের থেকে দ্বিগুণ ক্ষতিপূরণ দিতে হবে ৷
গত শতাব্দীতে নয়ের দশকে বম্বেতে প্লেগ মহামারীর চেহারা নেয় ৷ এর মোকাবিলায় ১৮৯৭ সালে মহামারী আইন তৈরি করে ব্রিটিশ সরকার। যাতে সরকারি নির্দেশিকা ঠিক মতো বলবৎ করা যায় ৷ কিন্তু, এই আইনে কড়া সাজার সংস্থান ছিল না ৷
১২৩ বছরের পুরনো সেই আইনই এবার বদলে দিল কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রক থেকে চিঠি পাঠিয়ে সব রাজ্যকে বলা হয়েছে, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দায় রাজ্যের। তাঁদের সুরক্ষার জন্য রাজ্য ও জেলা স্তরে নোডাল অফিসার নিয়োগ করতে হবে। কোনও হামলার ঘটনা ঘটলে দ্রুত ও কড়া ব্যবস্থা নিতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Epidemic Diseases Act