#কলকাতা: বাস ভাড়ায় বেনিয়ম ধরতে সোমবার সকাল থেকেই এনফোর্সমেন্ট টিম পথে নামাচ্ছে পরিবহন দফতর । সোমবার থেকেই রাজ্যে খুলে যাচ্ছে শপিংমল, রেস্তোরাঁ । হাজিরা বাড়ানো হচ্ছে বিভিন্ন কর্মস্থলে । ফলে সপ্তাহ শুরুতে কলকাতার রাস্তায় নামবেন তুলনায় অনেক বেশি সংখ্যক মানুষ । পথে বেরনো এই বিশাল সংখ্যক মানুষজনকে সামাল দিতেই গণপরিবহণ ব্যবস্থায় জোর দিয়েছে রাজ্য পরিবহণ দফতর ।
রবিবার বেসরকারী বাস মালিক সংগঠনগুলোর সঙ্গে এক বৈঠকে সোমবার থেকে সাড়ে চার হাজার বেসরকারী বাস ও মিনিবাস শহরের রাস্তায় নামানোর নির্দেশ দিয়েছে রাজ্য পরিবহণ দফতর । একই সঙ্গে জানান হয়েছে, বাস চালাতে হবে নির্ধারিত পুরনো ভাড়াতেই । সোমবার কলকাতার রাস্তায় ১০০০-এর ওপর সরকারী বাস নামানোর কথা ঘোষণা করেছেন পরিবহণ দফতরের আধিকারিকরা । সোমবার ও মঙ্গলবার পুরনো ভাড়ায় বাস চালিয়ে লাভ-ক্ষতির পরিমাণ বুঝতে পারবেন বাস মালিকরা ।
বুধবার সেই লাভ-ক্ষতির পরিসংখ্যান নিয়ে পরিবহণ দফতরে ফের বৈঠকে বসবেন বাস মালিক সংগঠনগুলো । কিন্তু সোমবার কি আদৌ সাড়ে চার হাজার বেসরকারি বাস ও মিনিবাস নামবে শহরের রাস্তায় ? ভোগান্তির অবসান হবে নিত্যযাত্রীদের ? প্রশ্নটা সেখানেই ? বাস চালানোর ক্ষেত্রে কোন নির্দিষ্ট সংখ্যার কথা বলছে না বাস মালিক সংগঠনগুলো । তবে গত কয়েকদিনের তুলনায় যে বেশি পরিমাণ বাস রাস্তায় নামবে সেটা স্বীকার করে নিচ্ছে ।
পরিবহন দফতরের আধিকারিকরাও আশাবাদী, গত কয়েকদিন যে পরিমাণ বেসরকারি বাস ও মিনিবাস চলেছে, সোমবার সেই সংখ্যা দ্বিগুণ হবে । ফলে নিত্যযাত্রীদের ভোগান্তি কমবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ।
সোমবার কতটা বাড়তে পারে বাসের সংখ্যা ? হাওড়া-বাগুইহাটি রুটের ৪৪ নম্বর বাসে মোট বাস সংখ্যা ৭০ । এই কদিন চলেছে ২৫টি বাস । সোমবার চলবে চল্লিশটি বাস। একইরকম ভাবে পদ্মশ্রী-এয়ারপোর্টের 45 নম্বর রুটে মোট বাস সংখ্যা ১০০ । এই কদিন চলেছে ৯টি বাস । সোমবার পথে নামবে ১৫ টি বাস । 240 নম্বর রুটে মোট রয়েছে ৪৮ টি বাস । এই কদিন পথে নেমেছে পাঁচটি বাস। সোমবার পথে নামবে দশটি। কামারহাটি-চিড়িয়াখানা রুটের ২৩০ নম্বর রুটে রয়েছে ৯০টি বাস । এই ক'দিন চলেছে চল্লিশটি । সোমবার সংখ্যাটা ৫০ ছাড়াবে । ডানলপ-ধর্মতলা রুটের ৩৪বি রুটে মোট বাসের সংখ্যা ২২ । এই ক'দিন পথেই নামেনি ৩৪বি বাস । সোমবার পাঁচটি বাস নামবে বলে সূত্রের খবর । যাদবপুর-বিবাদি বাগ মিনিবাস রুটে ১৫টি বাস রয়েছে । এই ক'দিন কোন বাস না নামলেও সোমবার রাস্তায় নামবে সাতটি মিনিবাস ।
PARADIP GHOSH
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Enforcement team, Privet bus