#বীরভূম: বৈশাখী অমাবস্যায় এ যেন অচেনা তারাপীঠ। খা খা করছে মন্দির প্রাঙ্গণ। প্রায় ভক্ত শূন্য মন্দিরেই দেবী আরাধনা। লকডাউনের ধাক্কায় ব্যবসা লাটে উঠেছে ফুল বিক্রেতা থেকে হোটেল ব্যবসায়ী-- অনেকেরই।
বৈশাখী অমাবস্যায় যেন করোনার গ্রহণ। ভক্ত প্রাণ মনে শুধুই আক্ষেপ। মায়ের দর্শনে আজ লকডাউন। বাংলা বছরের প্রথম মাসে অমাবস্যায় তারাপীঠ মন্দিরে তালা। দর্শনার্থীদের লাইন, ফুল বিক্রেতাদের হাঁকডাক, সব ই যেন গল্প কথা। ফাঁকা প্রাঙ্গণ, ভক্ত শূন্য মন্দিরের বাইরে পুলিশের টহল। মন্দির কমিটির সিদ্ধান্তে নমো নমো করে নিত্য পূজা সারা। সেবায়েত দের গলায় আজ আক্ষেপের সুরে । বাইরে থেকে প্রণাম সেরে ফিরে যেতে হচ্ছে দর্শনার্থীদের ।
পুজো নেই। তাই ফুলের দাম ও নেই। ফুল বিক্রেতা থেকে হোটেল মালিক সবার ব্যবসায় হয়েছে সবার ব্যবসায় থাবা বসিয়েছে মারণ করোনা ভাইরাস। করোনা থেকে মুক্ত হোক পৃথিবী। মা তারার কাছে এখন এই আর্তি ভক্তদের। তারাপীঠ ফিরে আসুক স্বমহিমায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Tarapith