corona virus btn
corona virus btn
Loading

২১ দিনের লকডাউনে অসহায় অবস্থায় পড়লে ফোন করুন এই নম্বরে ! পাশে থাকছে ইমামি গ্রুপ !

২১ দিনের লকডাউনে অসহায় অবস্থায় পড়লে ফোন করুন এই নম্বরে ! পাশে থাকছে ইমামি গ্রুপ !
IISc-এর মাইক্রোবায়োলজি এবং সেল বায়োলজি বিভাগের গবেষক অধ্যাপক কুমারাওয়াল সোমসুন্দরম, মেনক মণ্ডল, অঙ্কিতা লবার্দে এই গবেষণা চালিয়েছিলেন৷ জিনোমিক্সের উপর ভিত্তি করে তাঁদের এই গবেষণার ফলাফল কারেন্ট সায়েন্স জার্নাল-এ প্রকাশিত হয়েছে৷

খুশির খবর শোনাল ইমামি গ্রুপ। তারা কলকাতা ও হাওড়াতে এই লকডাউনে সময়ে থাকবেন মানুষের পাশে।

  • Share this:

#কলকাতা:  মোদি সরকার আজ রাত ১২টা থেকে ২১ দিনের জন্য গোটা দেশে লকডাউন ঘোষণা করেছেন। করোনাকে আটকাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে গোটা দেশের মানুষ এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা সকলেই শুরু করেছেন প্যানিক বায়িং। যার ফলে বাজারগুলোতে ভিড় চোখে পড়ছে অতিরিক্ত। করোনা আটকাতে জমায়েত আগে বন্ধ করতে হবে। মোদি সরকার সব রকম ব্যবস্থা রাখবেন তবুও মানুষকে আটকানো যাচ্ছে না। তার মধ্যেই খুশির খবর শোনাল ইমামি গ্রুপ। তারা কলকাতা ও হাওড়াতে এই লকডাউনে সময়ে থাকবেন মানুষের পাশে।

তারা এই সময়টায় যদি কোনও বয়স্ক মানুষ বা যেকোনও কেউ বিপদে পড়েন তারা এগিয়ে আসবেন। এই যেমন ওষুধ, বাজার, বা অন্য প্রয়োজনীয় জিনিষ তারা আপনার বাড়িতে পৌঁছে দেবে। আর সেই জন্য তারা তাদের ফোন নম্বর বা হেল্প লাইন নম্বর দিয়ে দিল। সাউথ কলকাতায় কেউ এই সময়টায় বিপদে পড়লে ফোন করুন ৯৮৩০২৩৭২৬১ নম্বরে। সল্টলেক কাকুরগাছির জন্য ৯৮৩১২১৫৫৬১ নম্বরে ফোন করুন। উত্তর কলকাতার মানুষরা ৮৪২০৪৭৪১৭৯ নম্বরে যোগাযোগ করুন। এছাড়াও থাকছে খুব দরকারে ফোন করার নম্বর ৬২৮৯৪৭১৬৪১ নম্বরে।

Published by: Piya Banerjee
First published: March 25, 2020, 12:21 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर