corona virus btn
corona virus btn
Loading

আবিষ্কার ! করোনা রুখতে শুধু ভ্যাকসিন নয়, বিজ্ঞানীরা বানাচ্ছেন ট্যাবলেটও

আবিষ্কার ! করোনা রুখতে শুধু ভ্যাকসিন নয়, বিজ্ঞানীরা বানাচ্ছেন ট্যাবলেটও

করোনার প্রতিষেধক হিসেবে খাওয়ার এমন ওষুধ বা বড়ি বানানোর পরীক্ষায় সফল হয়েছেন গবেষকরা ।

  • Share this:

#নিউইয়র্ক: নোভেল করোনা ভাইরাস ৷ বিশ্বজুড়ে আতঙ্কের এখন এই একটাই নাম ৷ এই মারণ ভাইরাসের ভ্যাকসিন তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন চিন, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ আরও অনেক দেশ ৷ দিন-রাত এর জন্য পরীক্ষা চালাচ্ছেন বিজ্ঞানীরা ৷

এরই মধ্যে বেশ কয়েকটি আশার খবর মিলেছে ৷ সম্প্রতি মার্কিন বিজ্ঞানী ও গবেষকরা জানিয়েছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারে, এমন ওষুধ বা বড়ির সফল পরীক্ষা করেছেন তারা। সেই ওষুধকে ইঞ্জেক্ট করে নয়, মুখে দিয়েই খাওয়া যাবে ৷ ওষুধটির নাম  EIDD-2801। এটি মূলত SARS-CoV-2 ভাইরাসের বেশি সংখ্যায় উৎপত্তি এবং সংক্রমণে বাধা সৃষ্টি করে।

ওষুধটি টেস্টটিউবে মানুষের ফুসফুসের কোষের প্রতিলিপিতে করোনাভাইরাস বিস্তারে বাধা দিতে সক্ষম হয়েছে। ইঁদুরের উপরও এটি প্রয়োগ করে সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষকরা বলছেন, এই ওষুধটি এখনও মানুষের দেহে পরীক্ষা করে দেখা হয়নি। তবে এর প্রভাব যদি মানুষের ক্ষেত্রেও একই রকম হয়, তবে করোনা ভাইরাস মহামারির ক্ষেত্রে এটাই হবে প্রথম খাওয়া যায় এমন ওষুধ।

First published: April 8, 2020, 7:04 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर