কলকাতা : দেশ জুড়ে লকডাউন। বন্ধ মদের দোকান। চোরাগোপ্তা মদের চাহিদাও তাই তুঙ্গে। আর এই সুযোগকে কাজে লাগিয়েই খোদ সরকারি গোডাউন থেকে মদ পাচারের অভিযোগ। গোবরডাঙা থানার চোংদা মোড়ের ঘটনায় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে।
লকডাউনে জেলা জুড়ে স্তব্ধ জনজীবন। এখানে কিন্তু সেসবের বালাই নেই। গোবরডাঙা থানার চোংদা মোড়ের কাছে আবগারি দফতরের গোডাউন। একের পর এক খালি গাড়ি ঢুকছে গোডাউনে। বেরোচ্ছে মদ নিয়ে। এই গাড়ি গুলি করেই মদ পাচার হচ্ছে জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। বারাসত, মধ্যমগ্রাম, বনগাঁ সব জায়গাতেই পৌঁছে যাচ্ছে মদ ।প্রশাসনের চোখে ধুলো দিয়ে এই কাজে রয়েছে বিপদ জানেন সকলেই ৷
মদের বোতল ভর্তি লরি পৌঁছে যাচ্ছে কাউন্টারগুলিতে। সেখান থেকে লুকিয়ে বিক্রি হচ্ছে প্রায় তিনগুণ বেশি দামে।লকডাউনে রাস্তায় রাস্তায় চলছে নাকা চেকিং ।তবুও সম্ভব মদ পাচার। পাচারকারীদের দাবি সবই জানেন এক্সাইজ আধিকারিকরা৷ সব কিছু জেনেও নির্বিকার প্রশাসন। অভিযোগ স্থানীয়দের। প্রশাসনকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা নির্বিকার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।