#নয়াদিল্লি: দেশের দ্বিতীয় বড় আইটি সংস্থা ইনফোসিসের অর্থবর্ষ ২০১৯-২০-তে কোটিপতি কর্মচারীর সংখ্যা বেড়ে ৭৪ হয়েছে ৷ ঠিক এক বছর আগে এই সংস্থার মোট কোটিপতি কর্মীদের সংখ্যা ৬৪ ছিল ৷ ইনফোসিসের ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট স্তরের ৭৪ আধিকারিক কোটিপতির তালিকায় তালিভুক্ত হয়েছেন ৷ ইনফোসিসে কোটিপতি কর্মচারীর সংখ্যা বৃদ্ধিতে স্টক ইনসেনটিভের মূল্য বাড়তে শুরু করেছে ৷ ইনফোসিসের একটি রিপোর্টের ভিত্তিতেই জানতে পারা গিয়েছে এই তথ্য ৷
গত বছর ইনফোসিসের বোর্ডের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে সংস্থা কর্মচারীদের কোটি টাকার শেয়ার দিতে নানান পরিকল্পনা সম্প্রসারিত করা হয়েছে ৷ সংস্থার কর্মীদের পারফরমেন্সের ভিত্তিতেই ইনসেনটিভের নতুন প্রোগ্রামের অন্তর্গত শেয়ার দেওয়া হবে ৷ সেই কারণেই শেয়ার ধারকের অনুমতির ভিত্তিতে মালিকানা প্রোগ্রাম চালু হয় ৷ ২০১৫ সালে যোজনার অন্তর্গত ইনফোসিসে কাজ করার সময়ের ভিত্তিতে শেয়ার দিয়ে থাকে ৷ কিন্তু বর্তমানে পারফরমেন্সের ভিত্তিতেই শেয়ার দেওয়া হবে ৷ ইনফোসিসের সিইও-র বেতনের প্যাকেজ ২০১৯-২০ অর্থবর্ষে ৩৯ শতাংশ বেড়েছে, আয় বেড়ে মোট ৩৪.২৭ কোটি টাকা হয়েছে ৷ ২০১৮-১৯ অর্থবর্ষে যাঁদের বেতন ছিল ২৪.৬৭ কোটি টাকা ৷
টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্টের ভিত্তিতে জানতে পারা গিয়েছে ইফোসিসের উচ্চপদস্থ কর্তাদের বেতনে ফিক্স পে বা স্থির পে, ভ্যারিয়েবেল পে, রিটায়ারমেন্ট বা অবসরকালীন বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে ৷ ইনফোসিসের প্রথম সারির কর্মীদের বেতন প্রায় সমান ৷ ২০১৯ সালে এই স্তরের কর্মীদের পদোন্নতি বা প্রমোশন হয়নি ৷ গত বছরে ইনফোসিসের কর্মচারীদের বেতন ১০ শতাংশ বৃদ্ধি হয়েছিল ৷
গত বছর যাঁদের বেতন বার্ষিক ৬.২ লক্ষ টাকা ছিল ২০১৯-২০ অর্থবর্ষে তাঁদের বেতন হয়েছে ৬.৮ লক্ষ টাকা ৷ দেশে কর্মীদের বেতন বৃদ্ধির হার ৭.৩ শতাংশ ছিল ৷ সূত্রের খবর, মুখ্য পরিচালন আধিকারিক ইউবি প্রবীণ রাওয়ের বেতন গত বছর ৯.০৫ কোটি টাকা ছিল তা এ বছর ১৭.১ শতাংশ বেড়ে ১০.৬ কোটি টাকা হয়েছে ৷ সিটিএসের সিইও ও এমডি রাজেশ গোপীনাথনের প্যাকেজ বিগত বছরের তুলনায় ২০১৯-২০ অর্থবর্ষে ১৬ শতাংশ কমে গিয়ে ১৩.৩ কোটি টাকা হয়েছে ৷