#পটনা : মাথায় সিঁথিতে সিঁদুর ৷ পরণে ঝকঝকে বিয়ের অলঙ্কার, পাশে নতুন বর কিন্তু মনটা একেবারেই কি ভালো নেই নতুন বউয়ের ৷ আর হবেই বা কেমন করে বিয়ের অনুষ্ঠানে হাজির হতে পারেনি মেয়ের বাবা ৷ আসলে করোনা ভাইরাস অতিমারির জেরে সারা দেশে লকডাউন ৷ ফলে দেশের বিভিন্ন প্রান্তে বিয়ের অনুষ্ঠান বাতিল হয়ে যাচ্ছে কোথাও আবার শুধু বিয়েটাই নমো নমো করে সারা হচ্ছে ৷
এক্ষেত্রেও কার্যত তাই ৷ লকডাউনেই বিয়েটা সেরা নেওয়ার সিদ্ধান্ত নিয়েই পটনায় হয়ে গেল এই বিয়ে ৷ মেয়ের বাবা না থাকায় কন্যাদান করলেন অ্যাপার্টমেন্টর পড়শিরাই ৷ মেয়েটি হিমাচল প্রদেশের বাসিন্দা ৷ বিয়ের কেনাকাটা করতে পছন্দসই পোশাক বানানো এ সব কাজের জন্য মার্চ মাসে পটনায় আসেন পাত্রী ৷ কিন্তু এরমধ্যেই হঠাৎ করে লকডাউনের ঘোষণা করে দেয় কেন্দ্রীয় সরকার ৷ সারা দেশে পরিবহন ব্যবস্থাও এক লহমায় থমকে যায় ৷ ফলে মেয়েটি আর নিজের রাজ্যে ফিরে যেতে পারেনি, বা তার বাড়ির লোকও আর পটনায় আসতে পারেনি ৷
এই অবস্থায় কেউ ই কোথাও যেতে পারবে না তা নিশ্চিত হয়ে যাওয়ার পরেই দু পক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নেয় বিয়েটা নির্দিষ্ট তারিখেই হয়ে যাক যেহেতু পাত্র-পাত্রী দু জনেই একই জায়গায় আছে ৷ যে বাড়িতে মেয়েটি ছিল সেই বাড়ির লোকেরাই মেয়ের কন্যাদানের যে প্রচলিত রীতি আছে তা পালন করেন ৷ এদিকে এই অতিমারিতে বাইরের লোক হিসেবে আগের পুরোহিতকেও ডাকেননি তাঁরা ৷
বাড়ির মধ্যেই এক ব্রাহ্মণ বাসিন্দা এই দুজনকে বিয়ের বন্ধনে বেঁধে দেওয়ার দায়িত্ব পালন করেন ৷ বরের নাম অভিনব অঙ্কিত ও পাত্রীর নাম জ্যোতি ৷ তবে বিয়ের পর সকলেই খুশি ৷ মনে একটাই খচখচ ছিল যে পাত্রীর বাড়ির লোক আসতে না পারা ৷ তবে মোবাইল দিয়ে মেয়ের বাড়ির লোক গোটা বিয়ে হিমাচলপ্রদেশ থেকেই লাইভ দেখেন ৷ আর তা দিয়েই মেয়ের বিয়েতে থাকার ইচ্ছা পূরণ হয় ৷
মেয়ের মা প্রমীলা সিং জানিয়েছেন এখন তাঁরা ভার্চুয়াল রিয়েলিটিতে বিয়ে দেখেছেন এবার লকডাউন উঠে গেলে তাঁরা জমকালো পার্টি দেবেন ৷ এদিকে বিয়ে হয়ে যাওয়ার পর ঘরে নিজেদের মধ্যে মিষ্টি খান মেয়ের পরিবারের সদস্যরা ৷ এদিকে যিনি কন্যাদান করেছেন তিনি জানিয়েছেন করোনা ভাইরাসের কারণে এমন সব দিন দেখতে হচ্ছে যে ভারতে এরপর হয়ত এরকমভাবেই অনেক বিয়ে দিতে হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Coronavirus, Marriage