হোম /খবর /দেশ /
হায় পরিস্থিতি, বাবা আটকে অন্য জায়গায় পড়শিরাই করলেন কন্যাদান!

হায় পরিস্থিতি, বাবা আটকে অন্য জায়গায় পড়শিরাই করলেন কন্যাদান!

মাথা ভর্তি সিঁদুর, পরণে লাল বিয়ের শাড়ি কিন্তু পাত্রীর মুখে সেই সলজ্জ হাসি কই

  • Last Updated :
  • Share this:

#পটনা : মাথায় সিঁথিতে সিঁদুর ৷ পরণে ঝকঝকে বিয়ের অলঙ্কার, পাশে নতুন বর কিন্তু মনটা একেবারেই কি ভালো নেই নতুন বউয়ের ৷ আর হবেই বা কেমন করে বিয়ের অনুষ্ঠানে হাজির হতে পারেনি মেয়ের বাবা ৷ আসলে করোনা ভাইরাস অতিমারির জেরে সারা দেশে লকডাউন ৷ ফলে দেশের বিভিন্ন প্রান্তে বিয়ের অনুষ্ঠান বাতিল হয়ে যাচ্ছে কোথাও আবার শুধু বিয়েটাই নমো নমো করে সারা হচ্ছে ৷

এক্ষেত্রেও কার্যত তাই ৷ লকডাউনেই বিয়েটা সেরা নেওয়ার সিদ্ধান্ত নিয়েই পটনায় হয়ে গেল এই বিয়ে ৷ মেয়ের বাবা না থাকায় কন্যাদান করলেন অ্যাপার্টমেন্টর পড়শিরাই ৷ মেয়েটি হিমাচল প্রদেশের বাসিন্দা ৷ বিয়ের কেনাকাটা করতে পছন্দসই পোশাক বানানো এ সব কাজের জন্য মার্চ মাসে পটনায় আসেন পাত্রী ৷ কিন্তু এরমধ্যেই হঠাৎ করে লকডাউনের ঘোষণা করে দেয় কেন্দ্রীয় সরকার ৷ সারা দেশে পরিবহন ব্যবস্থাও এক লহমায় থমকে যায় ৷ ফলে মেয়েটি আর নিজের রাজ্যে ফিরে যেতে পারেনি, বা তার বাড়ির লোকও আর পটনায় আসতে পারেনি ৷

এই অবস্থায় কেউ ই কোথাও যেতে পারবে না তা নিশ্চিত হয়ে যাওয়ার পরেই দু পক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নেয় বিয়েটা নির্দিষ্ট তারিখেই হয়ে যাক যেহেতু পাত্র-পাত্রী দু জনেই একই জায়গায় আছে ৷ যে বাড়িতে মেয়েটি ছিল সেই বাড়ির লোকেরাই মেয়ের কন্যাদানের যে প্রচলিত রীতি আছে তা পালন করেন ৷ এদিকে এই অতিমারিতে বাইরের লোক হিসেবে আগের পুরোহিতকেও ডাকেননি তাঁরা ৷

বাড়ির মধ্যেই এক ব্রাহ্মণ বাসিন্দা এই দুজনকে বিয়ের বন্ধনে বেঁধে দেওয়ার দায়িত্ব পালন করেন ৷ বরের নাম অভিনব অঙ্কিত ও পাত্রীর নাম জ্যোতি ৷ তবে বিয়ের পর সকলেই খুশি ৷ মনে একটাই খচখচ ছিল যে পাত্রীর বাড়ির লোক আসতে না পারা ৷ তবে মোবাইল দিয়ে মেয়ের বাড়ির লোক গোটা বিয়ে হিমাচলপ্রদেশ থেকেই লাইভ দেখেন ৷ আর তা দিয়েই মেয়ের বিয়েতে থাকার ইচ্ছা পূরণ হয় ৷

মেয়ের মা প্রমীলা সিং জানিয়েছেন এখন তাঁরা ভার্চুয়াল রিয়েলিটিতে বিয়ে দেখেছেন এবার লকডাউন উঠে গেলে তাঁরা জমকালো পার্টি দেবেন ৷ এদিকে বিয়ে হয়ে যাওয়ার পর ঘরে নিজেদের মধ্যে মিষ্টি খান মেয়ের পরিবারের সদস্যরা ৷ এদিকে যিনি কন্যাদান করেছেন তিনি জানিয়েছেন করোনা ভাইরাসের কারণে এমন সব দিন দেখতে হচ্ছে যে ভারতে এরপর হয়ত এরকমভাবেই অনেক বিয়ে দিতে হবে ৷

Published by:Debalina Datta
First published:

Tags: Corona Virus, Coronavirus, Marriage