#কলকাতা: ঝকঝকে পাহাড় না ঢেউ গুনতে সমুদ্রে? নিরিবিলি নদী না পাখির সঙ্গে জঙ্গলে? ঢাকে কাঠি পড়ার অনেক আগে থেকে ঝাঁপিয়ে পড়ে টিকিট বুক করে বাঙালি। কিন্তু করোনার মধ্যে এবার পুজোর বুকিং তেমন হয়ইনি। বেশি দূরে না গিয়ে, দার্জিলিং-ডুয়ার্স বা উত্তর-পূর্ব ভারতে পর্যটকদের যাওয়ার আবেদন করছেন ব্যবসায়ীরা।
সেই কবে থেকে বাঙালির প্রিয় পর্যটন সংস্থা কুন্ডু ট্রাভেলস। এতদিন উত্তর-পূর্ব ভারতে কুন্ডু ট্রাভেলসের সঙ্গে যাওয়ার কোনও ব্যবস্থা ছিল না। কিন্তু এবার ব্যবসা বাড়াতে এই সংস্থাও চেনা ছকের বাইরে হাঁটতে চাইছে।
করোনায় পর্যটনে ক্ষতি৷ অগাস্টে পুজোর বুকিং প্রায় শেষ হয়ে যায়৷ অগাস্ট শুরু হলেও পুজোর বুকিং তেমন শুরুই হয়নি৷ লকডাউনে এমনিতেই পর্যটনব্যবসায় ধস নেমেছে৷ পুজোর বুকিং না হওয়ায় পর্যটনব্যবসায়ীদের বিপুল ক্ষতি৷
দার্জিলিঙে টগবগিয়ে চলা টয়ট্রেন, পাইনের বনে সবুজের কুচকাওয়াজ, দিঘায় সমুদ্র সফেন কিম্বা উত্তর-পূর্বে সিকিম-অসম-মেঘালয়। করোনা মধ্যে ঘরের কাছেই ঘোরাঘুরি। এতেই জোর দিতে চাইছেন পর্যটনব্যবসায়ীরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।