Home /News /coronavirus-latest-news /
করোনা ভাইরাস: চিনের ইউহানে মৃত বেড়ে ১৭,আক্রান্ত ৫০০

করোনা ভাইরাস: চিনের ইউহানে মৃত বেড়ে ১৭,আক্রান্ত ৫০০

বেড়েই চলেছে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, চিনের ইউহানে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৭ ৷ আর এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫০০ জন

 • Share this:

  #বেজিং: বেড়েই চলেছে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, চিনের ইউহানে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৭ ৷ আর এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫০০ জন৷

  মারণ ভাইরাস করোনার কারণে চিন থেকে বিচ্ছিন্ন ইউহান ৷ করোনা ভাইরাসের মূল কেন্দ্রই এই ইউহান৷ সংক্রমণ থেকে দেশের অন্যান্য জায়গাকে বাঁচানোর জন্য বন্ধ করা হয়েছে ইউহানের যাতায়াত পরিষেবা৷ ইউহানে বন্ধ ফেরি, ট্রেন, বাস পরিষেবা বন্ধ ইউহান বিমানবন্দরেও ৷ ক৴রোনার জেরে বন্ধ করা হয়েছে চিনা নববর্ষের উৎসবও ৷

  করোনা ভাইরাস কী?

  নোবেলা করোনা প্রকৃতির এই করোনা ভাইরাস। বিশেষজ্ঞরা বলছেন, এটি আসলে ফ্ল্যাবিও ভাইরাস, যা দ্রুত সংক্রামিত হয়। চিনের ইউহানের প্রথম করোনা সংক্রণের ঘটনা নজরে আসে। তারপর থেকে নতুন নতুন জায়গাতেও ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটে চলেছে।

  করোনার কোথায় উ‍ৎপত্তি

  চিনের ইউহান প্রদেশে করোনা ভাইরাসের প্রথম হদিশ। ইউহানের মাছের বাজার থেকে ছড়ায় এই ভাইরাস। এই অঞ্চলেই বেশিরভাগ সংক্রমণের ঘটনা ঘটেছে, কয়েকশো মানুষ সংক্রমণের শিকার। চিনে ইতিমধ্যেই ৬ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মূলত গবাদি পশু থেকে ছড়ায় বলে করোনার ক্ষেত্রে বিপদ অনেক বেশি।

  কীভাবে ছড়ায়

  পশু-পাখি ও গবাদি পশুর সংস্পর্শে থাকা মানুষের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা বেশি। পশুর লোম, মল থেকেই এই ভাইরাস সংক্রমণের প্রবণতা বেশি। সরাসরি মানুষের দেহে সংক্রমিত হয় এই ভাইরাস, মানুষ থেকেও পশুর দেহে ছড়াতে পারে।

  উপসর্গ ও লক্ষণ

  প্রাথমিকভাবে সর্দি, কাশি থেকে নিউমোনিয়া। সঙ্গে প্রবল জ্বর, শ্বাসকষ্ট। এটাই প্রাণঘাতী হয়ে ওঠে। এতে অ্যান্টিবায়োটিক কাজ করে না বলে এই ভাইরাস কাবু করা কঠিন। প্রাথমিকভাবে এর উপসর্গও বোঝা শক্ত।

  Published by:Akash Misra
  First published:

  Tags: China, Coronavirus, Kolkata, News, Virus

  পরবর্তী খবর