হোম /খবর /দেশ /
ট্রেন যাত্রা চালু হবে স্বাভাবিক ছন্দে, তবে যেসব নিয়ম মেনে চলতেই হবে সফরের সময়

ট্রেন যাত্রা চালু হবে স্বাভাবিক ছন্দে, তবে যেসব নিয়ম মেনে চলতেই হবে সফরের সময়

Photo- File

Photo- File

কিছু কাজ যা করতেই হবে, আর কিছু কাজ যা কিছুতেই করা যাবে না...

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে সারা দেশে সবকিছুই বন্ধ হয়ে গিয়েছিল ৷ বন্ধ ছিল ভারতের বৃহৎ রেল পরিষেবাও ৷ করোনা আবহ থেকে বাঁচতে সারা দেশে জারি ছিল লকডাউন ৷ তারপর মে মাস থেকে পরিযায়ী শ্রমিকদের নিজেদের বাড়িতে ফেরাতে চালু হয়েছিল শ্রমিক স্পেশাল ট্রেন ৷ জুন মাসের প্রথম সপ্তাহে আনলক ওয়ানের সময় দেশে বেশ কিছু নির্ধারিত রুটে চালু হয়েছে ট্রেন পরিষেবা ৷ তবে এখনও পুরোপুরি স্বাভাবিক ট্রেন পরিষেবা এখনও অনেক দূর ৷

দেখে নিন ট্রেন সফর চালু হলে কী কী নিয়ম মেনে চলতেই হবে ট্রেন সফরের সময় ৷ কিছু কাজ যা করতেই হবে আবার কিছু কাজ রয়েছে যা কিছুতেই করা যাবে না৷ দেখে নিন প্রথমেই কোন কোন কাজ কোনওভাবেই করা যাবে না ...

১) চোখ মুখ নাকে হাত দেবেন না

২) যে জায়গাগুলিতে অনেকে হাত দেয় এমন জায়গায় হাত দেবেন না

৩) সহযাত্রীর সঙ্গে মোবাইল ফোন, বিছানাপত্র, খাওয়ার জিনিস এসব শেয়ার করবেন না

৪) যে মাস্কগুলি সিঙ্গল ইউজের বা বাতিল হয়ে আসছে এমন মাস্ক ব্যবহার করবেন না

৫) ধূমপান, তামাকজাত দ্রব্য , খৈনি -গুটখা খাবেন না

৬) ট্রেনের মধ্যে কোনও জায়গায় বা জানলা দিয়ে কিম্বা প্ল্যাটফর্মে কোনওভাবেই থুতু ফেলবেন না

এবার দেখে নিন ঠিক কী কী কাজ করতেই হবে ...

১) বারবার ধরে হ্যান্ড স্যানেটাইজার ও সাবান দিয়ে হাত পরিষ্কার করবেন

২) হাঁচি বা কাশির সময় নাক ও  মুখ রুমাল দিয়ে ঢাকবেন

৩) সঙ্গে যে সব সহযাত্রী থাকবেন তাদের সঙ্গে অন্তত ছয় ফুট দূরত্ব রাখতে হবে

৪) সবসময় মুখ ঢেকে রাখুন, জানলা খুলে রাখুন

৫) থুতু ফেলার হলে শুধুমাত্র বেসিনে ফেলুন এবং জল দিয়ে ভালো করে ধুয়ে দিন

৬) যদি কাশি-সর্দি -জ্বর বোধ হয় তাহলে ট্রেন কর্তৃপক্ষকে অবশ্যই জানিয়ে দেন

Published by:Debalina Datta
First published:

Tags: Corona Virus, Coronavirus, Indian Railway, Indian Railways