#ওয়াশিংটন: দিনক্ষণ স্থির ছিল না কিন্তু তিনি জানিয়েছিলেন আমেরিকায় অভিবাসনের জন্য গ্রিন কার্ড দেওয়ার প্রক্রিয়া কমপক্ষে ৬০ দিন স্থগিত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার জানালেন, আজ অর্থাৎ বুধবারই তিনি এই নির্দেশিকায় সই করবেন। তাঁর মত, এর ফলে ভেঙে পড়া অর্থনীতিতে মার্কিন নাগরিকদের কাজ পেতে সুবিধে হবে।
এ দিন টুইটে ট্রাম্প লিখেছেন "আমি আমার দেশে অভিবাসন রুখতে বিলে সই করব।" ট্রাম্পের কথায়, এই নির্দেশিকায় সই হয়ে গেলে মার্কিন সীমান্ত আরও আঁটোসাঁটো করে্ দেওয়া হবে। অনুপ্রবেশের ঘটনা যাতে না ঘটে তাও সুনিশ্চিত করবেন সীমান্তরক্ষীরা। ট্রাম্পের মতে এই সিদ্ধান্ত সাময়িক। অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হলে সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।
মার্কিন অভিবাসন দফতরের সূত্রে খবর, গ্রিন কার্ডের অপেক্ষা করছেন ২ লক্ষ ২৭ হাজার ভারতীয়। ট্রাম্পের ঘোষণায় বড় ভোগান্তির মুখে পড়তে পারেন তাঁরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।