corona virus btn
corona virus btn
Loading

২৪ ঘণ্টায় ২৩৩৩ জনের মৃত্যু, ট্রাম্পের দাবি ফ্ল্যাট হচ্ছে সংক্রমণের কার্ভ, মাস্ক কারখানা ঘুরে দেখলেন নিজে মাস্ক না পরেই!

২৪ ঘণ্টায় ২৩৩৩ জনের মৃত্যু, ট্রাম্পের দাবি ফ্ল্যাট হচ্ছে সংক্রমণের কার্ভ, মাস্ক কারখানা ঘুরে দেখলেন নিজে মাস্ক না পরেই!
Photo- Reuters

মাস্ক না পরার সিদ্ধান্তে অনড় মার্কিন প্রেসিডেন্ট

  • Share this:

#ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন কোভিড ১৯ সংক্রমণের কার্ভ ফ্ল্যাট হয়ে গেছে ৷ ট্রাম্প বলেছেন, ‘আমাদের নাগরিকদের অসম্ভব দায়বদ্ধতার ধন্যবাদ৷ ’ যদিও আমেরিকায় গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়এছে ২,৩৩৩ জনের ৷ ৷

প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা কার্ভ ফ্ল্যাট করে ফেলেছি, লক্ষ লক্ষ মার্কিন নাগরিকের জীবন বেঁচে গেল ৷ আমাদের দেশ যুদ্ধের পরের স্তরে পৌঁছে গেছে ৷ এটা একটা সুরক্ষিত পর্ব , ধীরে ধীরে সব খুলবে ,আমাদের দেশ ফের খুলবে ৷ ’

করোনা ভাইরাস সংক্রমণে শুরু হওয়ার পর এটাই প্রথম বড়সড় সময়ের জন্য হোয়াইট হাউসে যাওয়া ৷ এদিকে এই অতিমারির মধ্যেই ট্রাম্প অ্যারিজোনার একটি মেডিক্যাল মাস্কের কারখানা ঘুরে দেখেন ৷ নভেম্বরের নির্বাচনে এই স্টেট দখলের ক্ষেত্রে আশাবাদী তিনি৷ যেখানে আমেরিকার সাধারণ নাগরিকরা বেরিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় না যাওয়ার চেষ্টা করছেন সেখানে খোদ প্রেসিডেন্ট ওয়াশিংটন থেকে অ্যারিজোনায় চলে যান ৷

রবিবার ফোনিক্সে গিয়ে ট্রাম্প হানিওয়েল ইন্টারন্যাশানাল ফ্যাক্টরি ঘুরে দেখেন ৷ সেখানে N95 ফেস মাস্ক উৎপাদিত হয় ৷ এদিকে এই ফ্যাক্টরি যখন ঘুরে দেখেন তখনও তাঁর মুখে কোনও মাস্ক ছিল না ৷

 
First published: May 6, 2020, 9:17 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर