করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই চিনকে দায়ী করে আসছেন ট্রাম্প৷ এমনকী বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধেও চিনের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিলেন তিনি৷ এবার ট্যুইটারে চিনকে প্রচ্ছন্ন হুঁশিয়ারির সুরে ট্রাম্প লিখেছেন, 'আমেরিকার ভয়ঙ্কর ক্ষতি করার পাশাপাশি করোনা অতিমারির কুৎসিত রূপটা যত গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে, চিনের উপরে আমার রাগ ততই বাড়ছে৷ মানুষ সেটা দেখতে পাচ্ছে, আমি সেটা অনুভব করতে পারছি৷'
আমেরিকার ন্যাশনাল ইন্সস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকসাস ডিজিজের প্রধান এবং করোনা বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি সতর্ক করে বলেছেন, আমেরিকার সরকার এবং সাধারণ মানুষ এখনই সচেতন না হলে খুব শিগগিরই আমেরিকা জুড়ে আরও বড় ধ্বংসলীলা চালাবে করোনা৷ এমনকী, দৈনিক ১ লক্ষ মানুষের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি করেছেন তিনি৷
গোটা বিশ্বে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গিয়েছে৷ তার মধ্যে ৫ লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে৷ অন্যদিকে শুধুমাত্র আমেরিকাতেই ২৬ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন৷ মৃতের সংখ্যা ১ লক্ষ ২৭ হাজার হাজার ছাড়িয়েছে৷