#ওয়াশিংটন ডিসি: অ্যান্টি ম্যালেরিয়া হাইড্রক্সিক্লোরোকুইন করোনা ভাইরাসের ওষুধ, বেদবাক্যের মতো মেনে নিয়ে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ মার্কিন যুক্তরাষ্ট্রের মহামারি ঠেকাতে দিশাহারা ট্রাম্প ভারতকে রীতিমতো হুমকি দিয়ে হাইড্রক্সক্লোরোকুইন আমদানি করেছিলেন৷
What Trump didn't tell you is that Putin is hiding the Hydroxychloroquine pills in peanut butter so he'll eat it
— Rogue WH Snr Advisor (@RogueSNRadvisor) May 19, 2020
বিশ্বের তাবড় চিকিত্সা বিজ্ঞানীরা সাফ জানিয়ে দিয়েছেন, হাইড্রক্সিক্লোরোকুইন করোনার ওষুধ নয়৷ এবং এর প্রয়োগেও সতর্ক থাকতে হবে৷ এ দিকে আজ অর্থাত্ মঙ্গলবার ট্রাম্প ট্যুইট করলেন, তিনি হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছেন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে৷
Dear Trump,
I don’t like you. In fact, I consider you to be my enemy. And I’m rooting for Joe Biden to beat you in November. But as a doctor, I sincerely care about your health. Hydroxychloroquine can really hurt you, and I urge you to stop taking it. Sincerely, Your Reply Guy — Eugene Gu, MD (@eugenegu) May 19, 2020
ট্যুইটারে ট্রাম্প লিখেছেন, 'আমি হাইড্রক্সিক্লোরোকুইন নিচ্ছি৷ গত সপ্তাহ থেকেই খাচ্ছি৷ প্রতিদিন একটি করে ট্যাবলেট৷' ট্রাম্পের এই ট্যুইটের পরেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় শুরু হয়েছে৷ কোনও কোনও ডাক্তার ট্রাম্পকে সরাসরি অনুরোধ করেছেন, এই ওষুধটি না খেতে৷ একই সঙ্গে মানুষকে ভুল পথে চালিত না করতে৷
This is the letter sent to Dr. Tedros of the World Health Organization. It is self-explanatory! pic.twitter.com/pF2kzPUpDv
— Donald J. Trump (@realDonaldTrump) May 19, 2020
এক ডাক্তার তো খোলা চিঠি দিয়েছেন ট্রাম্পকে তিনি লিখেছেন, 'প্রিয় ট্রাম্প, বিশ্বাস করুন, আমি আপনাকে সহ্য করতে পারি না৷ আপনিই আমার সবচেয়ে শত্রু৷ নভেম্বরে আপনাকে জো বাইডেন হারাবেন, জানি৷ তবু একজন ডাক্তার হিসেবে বলছি, হাইড্রক্সিক্লোরোকুইন খাবেন না৷'
Dear Trump,
I don’t like you. In fact, I consider you to be my enemy. And I’m rooting for Joe Biden to beat you in November. But as a doctor, I sincerely care about your health. Hydroxychloroquine can really hurt you, and I urge you to stop taking it. Sincerely, Your Reply Guy — Eugene Gu, MD (@eugenegu) May 19, 2020
৭৩ বছরের ডোনাল্ড ট্রাম্পের রোজ করোনা পরীক্ষা হচ্ছে ৷ তিনি হোয়াইট হাউসের চিকিৎসককে জিজ্ঞাসা করেছেন তিনি কি এই ওষুধ খেতে পারেন , তার উত্তরে চিকিৎসক তাঁকে জানিয়েছেন , তিনি যদি ভালো মনে করেন তাহলে খেতে পারেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Donald Trump, Hydroxichloroquine