হোম /খবর /বিদেশ /
Donald Trump| 'রোজ হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছি,' ট্রাম্প জানাতেই ট্যুইটারে খোরাক

Donald Trump| 'রোজ হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছি,' ট্রাম্প জানাতেই ট্যুইটারে খোরাক শুরু, দেখুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বিশ্বের তাবড় চিকিত্‍সা বিজ্ঞানীরা সাফ জানিয়ে দিয়েছেন, হাইড্রক্সিক্লোরোকুইন করোনার ওষুধ নয়৷ এবং এর প্রয়োগেও সতর্ক থাকতে হবে৷ এ দিকে আজ অর্থাত্‍ মঙ্গলবার ট্রাম্প ট্যুইট করলেন, তিনি হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছেন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

#ওয়াশিংটন ডিসি: অ্যান্টি ম্যালেরিয়া হাইড্রক্সিক্লোরোকুইন করোনা ভাইরাসের ওষুধ, বেদবাক্যের মতো মেনে নিয়ে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ মার্কিন যুক্তরাষ্ট্রের মহামারি ঠেকাতে দিশাহারা ট্রাম্প ভারতকে রীতিমতো হুমকি দিয়ে হাইড্রক্সক্লোরোকুইন আমদানি করেছিলেন৷

বিশ্বের তাবড় চিকিত্‍সা বিজ্ঞানীরা সাফ জানিয়ে দিয়েছেন, হাইড্রক্সিক্লোরোকুইন করোনার ওষুধ নয়৷ এবং এর প্রয়োগেও সতর্ক থাকতে হবে৷ এ দিকে আজ অর্থাত্‍ মঙ্গলবার ট্রাম্প ট্যুইট করলেন, তিনি হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছেন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে৷

ট্যুইটারে ট্রাম্প লিখেছেন, 'আমি হাইড্রক্সিক্লোরোকুইন নিচ্ছি৷ গত সপ্তাহ থেকেই খাচ্ছি৷ প্রতিদিন একটি করে ট্যাবলেট৷' ট্রাম্পের এই ট্যুইটের পরেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় শুরু হয়েছে৷ কোনও কোনও ডাক্তার ট্রাম্পকে সরাসরি অনুরোধ করেছেন, এই ওষুধটি না খেতে৷ একই সঙ্গে মানুষকে ভুল পথে চালিত না করতে৷

এক ডাক্তার তো খোলা চিঠি দিয়েছেন ট্রাম্পকে তিনি লিখেছেন, 'প্রিয় ট্রাম্প, বিশ্বাস করুন, আমি আপনাকে সহ্য করতে পারি না৷ আপনিই আমার সবচেয়ে শত্রু৷ নভেম্বরে আপনাকে জো বাইডেন হারাবেন, জানি৷ তবু একজন ডাক্তার হিসেবে বলছি, হাইড্রক্সিক্লোরোকুইন খাবেন না৷'

৭৩ বছরের ডোনাল্ড ট্রাম্পের রোজ করোনা পরীক্ষা হচ্ছে ৷ তিনি হোয়াইট হাউসের চিকিৎসককে জিজ্ঞাসা করেছেন তিনি কি এই ওষুধ খেতে পারেন , তার উত্তরে চিকিৎসক তাঁকে জানিয়েছেন , তিনি যদি ভালো মনে করেন তাহলে খেতে পারেন৷

Published by:Arindam Gupta
First published:

Tags: Donald Trump, Hydroxichloroquine