#ওয়াশিংটন: হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মেজাজ হারিয়ে চলে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ CBS News -র ওয়েজিয়া জিয়াং ও সিএনএনের কাইতলান কলিন্সের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের মধ্যেই রেগে আগুন হয়ে যান ট্রাম্প ৷
জিয়াং ট্রাম্পকে জিজ্ঞাসা করেন কেন এত জোর দিয়ে এই পরিমাণ সংখ্যায় করোনা ভাইরাসের টেস্ট করা হচ্ছে আমেরিকায় ? তিনি আরও বলেন, ‘এটা কীভাবে প্রভাব ফেলছে, এটা কী পৃথিবীর সঙ্গে একটা প্রতিযোগিতা যেখানে রোজ দেখা যাচ্ছে আমেরিকানরা মারা যাচ্ছে আর নতুন করে সংক্রমিত হচ্ছে ৷ ’
ট্রাম্প এই প্রশ্নের সপাট জবাব দিয়ে বলেন ,‘সারা পৃথিবীতে মানুষ মারা যাচ্ছে আর তাই এই প্রশ্ন চিনকে করা উচিত ৷ আমায় নয়, উল্টে গিয়ে চিনকে জিজ্ঞাসা করুন ৷ ’
এরপর তাঁকে প্রশ্ন করা হলে তিনি কোনও উত্তর দেননি ৷ মার্কিন প্রেসিডেন্টকে জিয়াং জিজ্ঞাসা করেন, ‘স্যার আপনি আমায় কেন সরাসরি এই কথা বলছেন৷ ’সিবিএস নিউজের হয়ে ২০১৫ থেকে কাজ করেন জিয়াং ৷ তিনি আসলে চিনের জিয়ামেনে জন্মেছিলেন ৷ আর পরিবারের সঙ্গে ২ বছর বয়স থেকে আমেরিকায় বসবাস করছেন ৷
এর উত্তরে তিনি জানিয়েছেন , ‘যে নক্কারজনক প্রশ্ন করবে তাকেই৷ ’ এর উত্তরে ছেড়ে দেননি জিয়াংও ৷ তিনি বলেন, ‘এই প্রশ্ন নক্কারজনক নয়, আর সেটা কেনই বা প্রভাব ফেলবে ৷ ’
এরপর সিএনএনের সাংবাদিক তাঁকে প্রশ্ন করতে গেলে তিনি আর কোনও উত্তর না দিয়ে সেই জায়গা ছেড়ে চলে যান ৷ তাতে সেই সাংবাদিকও রেগে গিয়ে বলেন তাঁকে কেন পয়েন্ট করা হল ৷ এর উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি নাকি ওই সাংবাদিকের প্রশ্নের জন্য অপেক্ষা করেছিলেন কিন্তু তিনি সে সময়ে প্রশ্ন করেননি ৷ এরপর ফের ওই সাংবাদিক প্রশ্ন করতে চাইলে কোনও উত্তর না দিয়ে বেরিয়ে যান ট্রাম্প ৷
এই মুহূর্তে হোয়াইট হাউসের দুই কর্মীর করোনা সংক্রমণ হওয়ার পর জিয়াং , কলিন্স ও বেশির ভাগ সাংবাদিকই মুখে মাস্ক পরেছিলেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: China, Corona Virus, Coronavirus, Donald Trump, USA