Home /News /coronavirus-latest-news /
ডোনাল্ড ট্রাম্প ও স্ত্রী মেলানিয়া কোভিড পজিটিভ, একসঙ্গেই শুরু আইসোলেশন

ডোনাল্ড ট্রাম্প ও স্ত্রী মেলানিয়া কোভিড পজিটিভ, একসঙ্গেই শুরু আইসোলেশন

গত বৃহস্পতিবার একটি বৈঠক চলাকালীন এই পরিকল্পনার কথা জানান ডোনাল্ড ট্রাম্প৷ জাতীয় নিরাপত্তা বিষয়ক একাধিক পরামর্শদাতা, ভাইস প্রেসিডেন্ট মাইকেল পেন্স, বিদেশ সচিব মাইক পম্পিও সহ মার্কিন নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্তারা সেই বৈঠকে উপস্থিত ছিলেন৷

গত বৃহস্পতিবার একটি বৈঠক চলাকালীন এই পরিকল্পনার কথা জানান ডোনাল্ড ট্রাম্প৷ জাতীয় নিরাপত্তা বিষয়ক একাধিক পরামর্শদাতা, ভাইস প্রেসিডেন্ট মাইকেল পেন্স, বিদেশ সচিব মাইক পম্পিও সহ মার্কিন নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্তারা সেই বৈঠকে উপস্থিত ছিলেন৷

তাঁর বিশ্বস্ত সঙ্গী হোপ হিক্সের করোনা সংক্রমণ ধরা পড়ার পরই নিজের ও স্ত্রীর করোনা টেস্ট করান ট্রাম্প

 • Share this:

  #ওয়াশিংটন: করোনা আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তাঁর স্ত্রী মেলানিয়াও করোনায় আক্রান্ত৷  নিজেই একথা ট্যুইট করে জানিয়েছেন ট্রাম্প৷ এবার চলবে তাঁদের আইসোলেশন৷ একসঙ্গে করোনাকে জয় করবেন স্বামী-স্ত্রী, এমনই আত্মবিশ্বাসী কথা লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট৷

  মার্কিন প্রেসিডেন্টের বিশ্বস্ত সঙ্গী হোপ হিক্সের করোনা সংক্রমণ ধরা পড়ার পরই নিজের ও স্ত্রীর করোনা টেস্ট করান ট্রাম্প৷ প্রেসিডেন্টের সঙ্গে এয়ারফোর্স ওয়ানে হিক্স সফরসঙ্গী ছিলেন৷ জো বিডেনের সঙ্গে প্রথম ডিবেটে (first presidential debate) অংশ নিতে দু’জনেই একসঙ্গে উড়ে গিয়েছিলেন ক্লিভল্যান্ডে৷ সেটা ছিল মঙ্গলবার৷ এরপরই বুধবার মেরিন ওয়ান হেলিকপ্টারে তাঁর সঙ্গে হোয়াইট হাউজে ফেরেন মেলানিয়া৷

  তবে নির্বাচনের আগে করোনা আক্রান্ত হয়ে পড়ায় তাঁর নির্বাচনী প্রচারে ব্যাঘাত ঘটবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Donald Trump

  পরবর্তী খবর