#কলকাতা: জ্বর হলেই করোনা পরীক্ষা করান৷ একেবারে কোনওরকম বিলম্ব না করেই জ্বর আসার ১ দিনের মধ্যেই করতে হবে করোনা পরীক্ষা৷ কারণ ৪ থেকে ৫ দিন কেটে গেলেই শরীরে নানা ধরণের সমস্যা শুরু হবে যার ফল মারাত্মক হতে পারে৷ রোগীরা সব নির্দেশ মানছেন কিনা বা সঠিক সময় সঠিক চিকিৎসা পাচ্ছেন কিনা, তার জন্যই সচেষ্ট রাজ্যের চিকিৎসক মহল৷ এবার একবারে তৃণমূল স্তরে এই চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দিতে সরকারের সঙ্গে হাত হাত মিলিয়ে কাজ করবে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ (IMA)৷ সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কর্মরত চিকিৎসকরা একযোগে হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্তদের কাছে পৌঁছে যাবেন৷ অবশ্যেই ফোন বা ভিডিও মারফৎ৷ দেবেন তাঁদের সুস্থ হয়ে ওঠার টিপস৷
তবে এই নতুন পদক্ষেপে কী সুবিধা পাবেন করোনা রোগীরা? ডাঃ দলুই জানান, হোম আইসোলেশনে থাকা প্রতিটি রোগী চিকিৎসকের পরামর্শ পাবেন৷ স্বাস্থ্যভবন বা পুরসভা থেকে রোগীকে ফোন করা হলে, তিনি নিজের পছন্দের চিকিৎসকের কথা জানাতে পারেন৷ তখন সেই চিকিৎসকের সঙ্গে তাঁর যোগাযোগ করিয়ে দেওয়া হবে৷ যদি আগে থেকে তাঁর অধীনে চিকিৎসা করাতে থাকেন রোগী, তাহলে সেই তথ্য নথিভুক্ত হবে৷ সর্বক্ষণ রোগী থাকবেন পর্যবেক্ষণে৷ এবং ঘরে থাকাকালীন শারীরিকভাবে অস্থিরবোধ করলে, চিকিৎসকের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হবে৷ সেক্ষেত্রে চিকিৎসক সরাসরি রোগীর বিষয় জানিয়ে দেবেন আইএমএকে এবং আইএমএ স্বাস্থ্যভবনের সঙ্গে যোগাযোগ করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করবে৷
কীভাবে একযোগ এই কাজ করবেন চিকিৎসকরা, তারই এক অনলাইন প্রশিক্ষণ করানো হয়েছে রাজ্যে৷ প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসকরা পাচ্ছেন স্বাস্থ্যভবন এবং আইএমএ স্বাক্ষরিত কোভিড ট্রেনিং শংসাপত্র৷ এবং সাধারণ মানুষ পাচ্ছেন সঠিক সময় সঠিক চিকিৎসা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19