• Home
 • »
 • News
 • »
 • coronavirus-latest-news
 • »
 • মৃত্যুভয়ও তুচ্ছ! করোনা রোগীকে বাঁচাতে মুখের কাছে গিয়ে নল পড়িয়ে দিলেন এইমসের ডাক্তার

মৃত্যুভয়ও তুচ্ছ! করোনা রোগীকে বাঁচাতে মুখের কাছে গিয়ে নল পড়িয়ে দিলেন এইমসের ডাক্তার

এইমসের চিকিৎসক জাহিদ

এইমসের চিকিৎসক জাহিদ

ওই চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন কিনা এখনও জানা যায়নি। তবে তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন। সেবার আদর্শে ব্রতী এমন মানুষের জন্য গোটা দেশ প্রার্থনা করুক চান হরজিৎ।

 • Share this:

  #নয়াদিল্লি: মৃত্যুর সম্ভাবনা রয়েছে, এ কথা তাঁর থেকে বেশি কেউ জানে না। তবু এক মুহূর্তও দেরি করলেন না। সংকটাপন্ন রোগীকে চিকিৎসা পরিষেবা দিতে সবচেয়ে বড় ঝুকি নিলেন এইমস-এর এক চিকিৎসক। তাঁর এই আত্মত্যাগের ঘটনা মুহূর্তে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

  সম্প্রতি এই ঘটনার কথা ট্যুইটারে শেয়ার করেছেন এক চিকিৎসক হরজিৎ সিংহ ভাট্টি। তিনি লিখেছেন, "করোনা রোগীর মৃত্যু আটকাতে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিলেন দিল্লি এইমস-এর চিকিৎসক জাহিদ।" ওই চিকিৎসকের কথায়, "এইমস-এর করোনা বিভাগে চিকিৎসারত জাহিদ করোনা রোগীর চিকিৎসা করতে গিয়ে রমজান ভাঙারও সুযোগ পাননি। এই সময়েই হঠাৎই এক মরণাপন্ন করোনা রোগীকে নতুন করে রিইনটিউব (পুনরায় ভেন্টিলেশনে নেওয়া) করতে হয়। তার জন্যে রোগীর খুবই কাছে আসা প্রয়োজন। পেট খালি, পর্যাপ্ত গিয়ারও নেই। তবু খুব কাছ থেকেই ওই করোনা রোগীর মুখে টিউব পরিয়ে দেন জাহিদ। তাঁর নি:শ্বাসের সংস্পর্শেও আসেন।"

  হরজিৎ বলছেন, সর্বোচ্চ সংক্রমণের ঝুঁকি নিতে একবারও ভাবলেন না জাহিদ। প্রাণ বাঁচাতে হবে এক মরণাপন্ন রোগীর, এটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল।

  ওই চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন কিনা এখনও জানা যায়নি। তবে তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন। সেবার আদর্শে ব্রতী এমন মানুষের জন্য গোটা দেশ প্রার্থনা করুক চান হরজিৎ।

  Published by:Arka Deb
  First published: