Home /News /coronavirus-latest-news /
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু তামিলনাড়ুর বিধায়কের! আজই ছিল তাঁর জন্মদিন

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু তামিলনাড়ুর বিধায়কের! আজই ছিল তাঁর জন্মদিন

মৃত ডিএমকে বিধায়ক জে আনবাঝাগন

মৃত ডিএমকে বিধায়ক জে আনবাঝাগন

হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, ভেন্টিলেশন-সহ যাবতীয় মেডিক্যাল সাপোর্ট দেওয়া সত্ত্বেও আনবাঝাগনের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল৷ সকাল ৮টা ৫৫ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে৷ তামিলনাড়ুর খুবই দুঁদে রাজনীতিবিদ ছিলেন তিনি৷

আরও পড়ুন...
 • Share this:

  #চেন্নাই: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল তামিলনাড়ুর ডিএমকে বিধায়ক জে আনবাঝাগনের৷ আজ অর্থাত্‍ বুধবারই ছিল ওই বিধায়কের জন্মদিন৷ দেশের প্রথম কোনও রাজনৈতিক নেতার মৃত্যু হল করোনা আক্রান্ত হয়ে৷ তাঁর বযস হয়েছিল ৬১ বছর৷

  গত ২ জুন করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন ডিএমকে বিধায়ক৷ মঙ্গলবার থেকে তাঁর শারীরিক অবস্থা ক্রমাগত খারাপ হতে শুরু করে৷ সেই অবস্থার আর উন্নতি হয়নি৷ বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷

  হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, ভেন্টিলেশন-সহ যাবতীয় মেডিক্যাল সাপোর্ট দেওয়া সত্ত্বেও আনবাঝাগনের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল৷ সকাল ৮টা ৫৫ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে৷ তামিলনাড়ুর খুবই দুঁদে রাজনীতিবিদ ছিলেন তিনি৷

  ২০০১, ২০১১ ও ২০১৬-- তিনবারই চেন্নাইয়ের টি নগর আসন থেকে জিতে বিধায়ক হন৷ ডিএমকে-র প্রবীণ নেতাদের মধ্যে একজন ছিলেন৷ দলের বিধায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন৷

  আনবাঝাগনের মৃত্যুতে খালি হল আরও একটি আসন৷ এই নিয়ে ডিএমকে-র তিন বিধায়কের মৃত্যুতে তিনচি আসন খালি হয়ে গেল৷

  Published by:Arindam Gupta
  First published:

  Tags: Coronavirus, COVID19, DMK MLA

  পরবর্তী খবর