corona virus btn
corona virus btn
Loading

করোনার প্রভাব! মুখে মাস্ক লাগিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন জেলাশাসক

করোনার প্রভাব! মুখে মাস্ক লাগিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন জেলাশাসক
  • Share this:

 Saradindu Ghosh

#বর্ধমান: করোনার প্রভাব পড়ল বর্ধমানে জেলা প্রশাসনের বৈঠকেও। নিজের অফিসে মুখে মাস্ক পরে একের পর এক বৈঠক করলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক বিজয় ভারতী। জেলা শাসকের দেখাদেখি অন্যান্য আধিকারিকরাও রুমাল দিয়ে মুখ ঢাকার চেষ্টা চালান।

নিজে সতর্ক থাকার পাশাপাশি অন্যান্যদের সতর্ক করতেই জেলা শাসক মুখে মাস্ক লাগিয়ে বৈঠক করছেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

পূর্ব বর্ধমান জেলায় এখনও করোনা ভাইরাস সংক্রমণের কোনও খবর নেই। তবে এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব রকম চেষ্টা চালানো হচ্ছে জেলা প্রশাসনের তরফে। ইতিমধ্যেই ব্যানার ফ্লেক্সের মাধ্যমে বাসিন্দাদের সচেতন করার কাজ চলছে। তবে পূর্ব বর্ধমান জেলায় এখনও এন নাইন্টি ফাইভ মাস্ক পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। সবাই যাতে মাস্ক পায় তা জেলা প্রশাসন নিশ্চত করুক বলছেন তাঁরা।

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা যত বাড়ছে ততই আতঙ্ক বাড়ছে পূর্ব বর্ধমান জেলা জুড়ে। এমনিতেই বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কালনা কাটোয়া ও পূর্ব বর্ধমান জেলা আদালত বন্ধ। এদিন আদালতে এসে অনেকে ফিরে গিয়েছেন। রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা। করোনা নিয়ে আলোচনা সর্বত্র। এই পরিস্থিতিতে জেলা শাসকও মুখে মাস্ক বেঁধে মিটিং করায় সরকারি কর্মচারী মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তাঁরাও এবার মাস্ক পরে অফিস করার কথা ভাবছেন।

 সোমবার নিজের অফিসে মুখে মাস্ক লাগিয়ে একের পর এক বৈঠক করেন জেলা শাসক। পাশের আসনে বসে রুমালে রুমালে মুখ ঢেকে রাখেন অতিরিক্ত জেলা শাসক অরিন্দম নিয়োগী। অন্যান্য আধিকারিকরাও মুখে মাস্ক লাগানোর প্রয়োজন অনুভব করেন।  প্রশাসনিক সূত্রে খবর, করোনার জেরে এখন জেলায় প্রশাসনিক বৈঠক অনেক কম হচ্ছে। মাস্ক না পরে কেউ অফিসে ঢুকে পড়ুন তা চাইছেন না অনেক আধিকারিকই। খুব গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া তাদের অনেকেই মাস্ক না পরে আসা পুরুষ মহিলাদের সঙ্গে দেখা করছেন না বলেই জানা গিয়েছে। কমে গিয়েছে ব্লকে ঘুরে উন্নয়ন পরিদর্শনের কাজও।

Published by: Simli Raha
First published: March 16, 2020, 4:08 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर