হোম /খবর /দক্ষিণবঙ্গ /
করোনা আতঙ্ক কাটিয়ে দিঘায় উপচে পড়ছে পর্যটকদের ভিড়

করোনা আতঙ্ক কাটিয়ে দিঘায় উপচে পড়ছে পর্যটকদের ভিড়

দিঘায় করোনা আতঙ্ক একেবারে নেই। তাই উপচে পড়ছে পর্যটকদের ভিড়।

  • Share this:

#দিঘা:  সোমবার দোল। তার আগেই পড়ে যাচ্ছে সপ্তাহ শেষের ছুটি। পরপর তিন দিন ছুটি। ভ্রমণ পিপাসু বাঙালি এই ছুটিতে ঘুরতে যাবে না তাকি হয় ! আর কাছে পিঠে ঘোরা বলতেই সবচেয়ে আগে বাঙালির মনে আসে দিঘার নাম। কম সময়ে যাওয়াও যায়, আবার সমুদ্র স্নানও হয়। কিন্তু করোনা ভাইরাসের আতঙ্কের জন্য এবার বাঙালি ঘুরতে যাওয়ার আগে একটু চিন্তায় পড়েছে অবশ্যই। তবে দিঘায় করোনা আতঙ্ক একেবারে নেই। তাই উপচে পড়ছে পর্যটকদের ভিড়।

 দিঘার এবারের ছবিটা কেমন হবে তা নিয়ে নজর ছিল সবার। কিন্তু হোটেলে হোটেলে আগাম বুকিং আর আজ শনিবার থেকে পর্যটকদের আনাগোনা দেখে দিঘার ব্যবসায়ীরা বলছেন, বিগত বছরগুলির সব হিসেব টপকে দিয়ে এবার হোলির ছুটিতে পর্যটকদের ভিড় ব্যাপকই হবে সৈকত শহরে। হোটেল ব্যবসায়ীদের কারও কারও আশঙ্কা ছিল করোনা আতঙ্ক  প্রভাব দিঘায় প্রভাব ফেলতে পারে। কিন্তু সেই আশঙ্কা সরিয়ে পর্যটকরা দল বেধেই আসা শুরু করেছেন সমুদ্র শহর দিঘায়। যেখানে অতিরিক্ত ভিড়ের সুযোগ পাওয়া মানেই হোটেল ব্যবসায়ীদের কেউ কেউ অতিরিক্ত ভাড়া নেন বলে অভিযোগ রয়েছে। সেদিকে নজরদারি বাড়াতে প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন দিঘার হোটেলিয়ার্স এসোসিয়েশন। একই সঙ্গে উৎসবের দিঘায় পর্যটকদের বাড়তি ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশি ব্যবস্থা বাড়ানো এবং সি বিচ গুলিতে বেশি সংখ্যক নুলিয়াদের মোতায়েন রাখারও ব্যবস্থা করেছে প্রশাসন। দিঘার পাশাপাশি অন্যান্য সৈকত নগরী, যেমন মান্দারমনি, তাজপুর, শংকরপুর, উদয়পুর সহ প্রতিটি সি বিচেই নজরদারি বাড়াচ্ছে পুলিশ।

 SUJIT BHOWMIK
Published by:Piya Banerjee
First published:

Tags: Coronavirus, Digha, Tourist